মহাপঞ্চমীতে শুরু হয়েছিল লড়াই। কালীপুজোর ঠিক আগে পর্যন্ত আয়ের নিরিখে এক নম্বরে থাকল প্রবীর-পোদ্দার জুটি। তৃতীয় সপ্তাহে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ বক্স অফিসে ৬ কোটির গণ্ডি পার করতে সফল হয়েছে। অন্যদিকে দু-নম্বরে রয়েছে ‘রক্তবীজ’। এই ছবির আয় সাড়ে চার কোটি ছাপিয়ে গিয়েছে।
তিন নম্বর সপ্তাহে জাতীয় প্লেক্সে (আইনক্স, পিভিআর এবং সিনোপলিস) কালেকশনের নিরিখে দশম অবতারের আয়কে পিছনে ফেলল রক্তবীজ। শেষ ৭ দিনে আইনক্স, পিভিআর ও সিনোপলিসে মোট ২০ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে রক্তবীজের। সে জায়গায় ১৫ লক্ষেই আটকে গিয়েছে দশম অবতার। বাঘা যতীনের আয় মাত্র ৬ লক্ষ এবং কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’র টিকিট বিক্রি করে পাওয়া টাকার অঙ্ক মাত্র ২ লাখ।