বিগত বেশ কয়েক বছর ধরে যে দক্ষিণী ছবির জনপ্রিয়তা বেড়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রভাব কি বলিউডেও পড়েছে? বা সেখানকার ছবি যেভাবে ইদানিংকালে হিট হচ্ছে সেখানে গি🐬য়ে কোথাও পিছিয়ে পড়ছে বলিউড? এই বিষয়ে সম্প্রতি বেশ তর্ক বাঁধে বনি কাপুর এবং তেলুগু প্রযোজক নাগা ভামসির মধ্যে। এবার সেই বিতর্কে জবাব দিলেন কাবিল, শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা ইত্যাদির মতো ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা। তিনি রীতিমত এক হাত নিলেন নাগা ভামসিকে।
আরও পড়ুন: লাপাতা লেডিজ, অমর সিং চমকিলা, বহুরূপী𝐆: ২০২৪-এ তাক লাগল কোন কোন ভারতীয় ছবি?
কী বললেন সঞ্জয় গুপ্তা?
এদিন সঞ্জয় গুপ্তা একটি স্ক্রিনশট পোস্ট করেন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে। সেখানে দেখা যাচ্ছে লেখা আছে যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি প্রতি বছর ৩০০ এর বেশি ছবি বানায়। সেই কথাকে টেনে এদিন বনি কাপুর লেখেন, 'প্রতি বছর প্রায় ৩০০ টি ছবি বানানো হয়। তার মানে ২০২০ সাল থেকে অর্থাৎ যখন বাহুবলী ১ মুক্তি পেয়েছে সেই সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁরা ১৫০০ টি ছবি মুক্তি দিয়েছে। এর মধ্যে বাহুবলী ১ এবং ২, R🐈RR, পুষ্পা ১ এবং পুষ্পা ২, কল্কি ২৮৯৮ ইডি হিট করেছে। ১৫০০ টার মধ্যে ৬ টা ছবি গোটা ভারত ব্লকবাস্টার হয়েছে।'
এরপর তিনি আরও একটি পোস্টে লেখেন, 'যদি আপনারা সত্যিই 🍌বলিউডকে ছাপিয়ে গিয়ে থাকেন তাহলে গোটা ভারত জুড়ে আপনারা কℱেন বাকি ১৪৯০ টির বেশি ছবি মুক্তি দিচ্ছেন না? তারপর দেখুন আপনাদের অবস্থা কী!'
আরও পড়ুন: 'ত💟াল ছাড়া থাপ্পড় মারা উচিত' আরজি কর বিতর্কে কড়া ভাষায় কুণালের বিদ্রুপের জবাব রুদ্রনীলের
শুধুই কি তাই এদিন আরও একটি টুইট করে সঞ্জয় গুপ্তা বনি কাপুরের সমর্থনে লেখেন, 'সিনিয়র প্রযোজক বনি কাপুরের পাশে বসে থাকা এই জঘন্য লোকটি কে? ওঁর হাবভাব এবং বডি ল্যাংগুয়েজ দেখুন। ৪-৫ টা হিট দিয়েই কেউ বলিউডের বাপ হতে পারে না।' এদিন ꦰতিনি নাগা ভামসিকে বুদ্ধি দিয়ে এও বলেন, 'সম্মান করতে শিখুন সফল হওয়ার আগে।'