জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তবে গুঞ্জন মেগা নাকি শেষের পথে। এর মাঝেই মেগার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা সপ্তর্ষি রায় অর্থাৎ পর্দার ‘শৌর্য’ একটি পোস্ট করে লিখলেন ‘ভালো থেকো শৌর্য’।
মিঠিঝোরা থেকে বিদায় নিল শৌর্য?
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। তবে গুঞ্জন মেগা নাকি শেষের পথে। সম্প্রতি স্লট বদল হয়েছে মেগার, তাছাড়াও ‘রাই-অনির্বাণ’-এর জীবনে নতুন টুইস্টও আনা হয়েছে কিন্তু তাতেও টিআরপিতে খুব একটা প্রভাব পড়েনি। আর এর মাঝেই মেগার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা সপ্তর্ষি রায় অর্থাৎ পর্দার ‘শৌর্য’ একটি পোস্ট করে লিখলেন ‘ভালো থেকো শৌর্য’।
অভিনেতা মেগায় তাঁর চরিত্র 'শৌর্য'-এর বেশ কিছু ছবির কোলাজ বানিয়ে তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবিটি পোস্ট করে নায়ক 'মিঠিঝোরা'-এ তাঁর সফর শেষ হওয়ার কথা জানিয়েছেন। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘ভালো থেকো শৌর্য। ভালোবাসায় থেকো। আবার আসিব ফিরে... ।'
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই মনখারাপ অনুরাগীদের। একজন প্রশ্ন করেছেন, ‘শৌর্যকে কি আর দেখতে পাব না? এই সিরিয়াল শৌর্য ছাড়া ভালো লাগে না।’ মেগার শুরুতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল আরাত্রিকা মাইতিকে। তিনি ছিলেন ধারাবাহিকের প্রধান নায়ক। পরবর্তীতে বদলে যায় গল্পের ট্র্যাক। পর্দার 'রাইপূর্ণা'র জায়গায় সপ্তর্ষির বিপরীতে আসেন দেবাদৃতা বসু। সেই প্রসঙ্গ টেনে আর একজন অনুরাগী লেখেন, ‘শৌর্যদা তোমাকে অন্য কোনও সিরিয়াল আসল নায়ক হিসেবে দেখতে চাই। তুমি খুব ভালো। প্লিজ নতুন ভাবে কোনও নতুন নামে ফিরে এসে।'
নায়কের আর এক অনুরাগীও মেগার গল্পের প্রসঙ্গ টেনে বলেন, ‘রাইয়ের মতো মেয়েকে কখনওই কোনও শৌর্যের মতো ছেলের ভালোবাসা উচিত নয়। ওই রাইকে আমি এক আকাশ সমান ঘৃণা করি আর ততটাই শৌর্যকে এবং তার রাইয়ের প্রতি ভালোবাসাকে সন্মান করি। ওই মেয়েটা একবার ভাবলো না ওর কারণে একটা ছেলের জীবন পুরো শেষ হয়ে গেল। ওর জীবনে ফিরে যেতে বলছি না রাইকে কিন্তু ওর জায়গায় আমি থাকলে এইভাবে অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারতাম না। বিশেষ করে আবার যখন সব কিছু আমি করেছি তখন আমি চাইতাম আমি যেমন একজনের সঙ্গে সুখে আছি সেও থাকুক তার জীবনে দায়িত্ব নিয়ে কোনও ভালো একটা মেয়েকে এনে দেবার চেষ্টা করতাম। আমার মতো তার জীবন টাও সুন্দর না করে আমি কখনওই পারতাম না।’