বাংলা নিউজ > বায়োস্কোপ > পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি সমস্যায় শাহরুখ, অজয় ও টাইগার! বিভ্রান্ত করার অভিযোগে দেওয়া হল নোটিশ
পরবর্তী খবর
পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি সমস্যায় শাহরুখ, অজয় ও টাইগার! বিভ্রান্ত করার অভিযোগে দেওয়া হল নোটিশ
1 মিনিটে পড়ুন Updated: 10 Mar 2025, 11:13 AM ISTSayani Rana
পানমশলার বিজ্ঞাপনের কারণে আইনি ঝামেলায় জড়ালেন শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ। জয়পুর আদালতের পক্ষ থেকে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। আদালতের মতে তাঁরা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্ত করার অভিযোগেই তিন অভিনেতাকে নোটিশ দেওয়া হল।
পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি সমস্যায় শাহরুখ, অজয় ও টাইগার! দেওয়া হল নোটিশ
পানমশলার বিজ্ঞাপনের কারণে আইনি ঝামেলায় জড়ালেন শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ। জয়পুর আদালতের পক্ষ থেকে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। আদালতের মতে তাঁরা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্ত করার অভিযোগেই তিন অভিনেতাকে নোটিস দেওয়া হল।
জয়পুরের ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে দেওয়া এই আইনি নোটিশে বলা হয়েছে শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ অভিনীত পানমশলার বিজ্ঞাপনে দেখানো হয় যে পণ্যের প্রতি দানায়-দানায় কেশর রয়েছে। কিন্তু এই দাবি ভীষণ ভাবে বিভ্রান্তিকর।
‘দানে দেনে মে হ্যায় কেশর কা দম’ বিজ্ঞাপনে এই ট্যাগ লাইন ব্যবহার করা হয়। আর তা নিয়ে আপত্তি তুলেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল। এই ট্যাগ লাইনের বিরুদ্ধেই তাঁর মূল অভিযোগ। এটি শোনার পর তিনি ভোক্তা ফোরামের দ্বারস্থ হন। ভোক্তা ফোরামের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা এবং সদস্য হেমলতা আগরওয়াল নোটিশটি জারি করেন।
অভিযোগকারীর জয়পুরের আইনজীবীর বক্তব্য, কেজি প্রতি কেশরের দাম চার লক্ষ টাকা, সেখানে মাত্র ৫ টাকা দামে প্রতি প্যাকেট পানমশলা বিক্রি করা হয়। যদি সত্যি কেশর থাকত তাহলে ওই দামে দেওয়া কখনওই সম্ভব হত না। তাছাড়াও কেশর স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু এই পানমশলা মোটেও স্বাস্থ্যের উপকারী নয় বরং ক্ষতিকর। তা সত্ত্বেও কেবল বিক্রি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে পানমশলা তৈরির কোম্পানি।
তাই বিজ্ঞাপনের দাবির ব্যাখ্যা করার জন্য পানমশলা তৈরি করে যে সংস্থা সেই সংস্থার কর্মকর্তাদের ও অভিনেতাদের আদালতে তলব করা হয়েছে। সেখানে তাঁদের আগামী ১৯ মার্চ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে। এক মাসের মধ্যে তাঁদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে এ নিয়ে তিন তারকা অর্থাৎ শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ এখনও কোনও মন্তব্য করতে দেখা যায়নি।