আর কদিনের অপেক্ষা, তারপরই এক অন্যরকমের লাভ স্টোর꧃ি নিয়ে আসছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন। সেই ছবি অর্থাৎ তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার প্রচারের জন্যই তাঁরা আসছেন ইন্ডিয়ান আইডলে। আর সেখানে তাঁরা আসার পর ঘটবে কোন ঘটনা?
ইন্ডিয়ান আইডলের মঞ্চে কৃতি এবং শাহিদ
ইন্ডিয়ান আইডলের মঞ্চে তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবিটির প্রচারে আসছেন কৃতি শ্যানন এবং শাহিদ কাপুর। সেখানে এসেই 𝄹দুর্দান্ত একটি চমক পাবেন অভিনেত্রী। সদ্যই♏ সেই পর্বের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সোনি চ্যানেলের তরফে। সেখানেই দেখা গেল এক প্রতিযোগী কৃতি শ্যাননের উদ্দেশ্যে বলছেন, 'আপনার জন্য একটা চমক আছে।' এটা শুনে অভিনেত্রী বলেন, 'আহা, আই লাভ ইট।'
আরও পড়ুন: ফাইটার 'ফ্লপ'! ⭕হৃতিকের ছবিকে তুলোধনা করে পাক অভিনেতা বললেন, 'বিনোদনকে রাজন🐼ীতির সঙ্গে মেশাবেন না'
এরপর তিনি বলেন, 'পীযূষ আপনার অনেক বড় ভক্ত। 🐷ও যখনই শুনেছে যে আপনি আসবেন তখনই ও আপনার সব ডায়লগ মুখস্থ করতে শুরু করেছে।' এরপর দেখা যায় পীযূষ কীভাবে তাঁর পছন্দের অভিনেত্রী আসার আনন্দে যে কীভাবে তাঁর ছবির সব সংলাপ মুখস্থ করছেন। এবং সহ প্রতিযোগীদের সেটা শোনাচ্ছেন। এটা শুনে অবাক হয়ে যান শ্রেয়া। বলেন, 'আরিব্বাস এটা করেছ কী!' মুগ্ধ হয়ে হেসে ফেলেন কৃতি। একই অবস্থা হয় শাহিদ কাপুরেরও। তিনি পীযূষের বদলে তাঁর সঙ্গে থাকা বৈভবের অভিন🔴য় দেখে বলেন, 'তুমি তো দারুণ অভিনয় করো!' তাঁর কথা বলার অভিনয়কে ভেঙিয়ে দেখান বিশাল দাদলানি এবং শাহিদ। এরপর প্রতিযোগীদের শাহিদ কাপুর বা কৃতি শ্যাননের ছবির গান গেয়ে শোনাতে দেখা যায়। সেই গানের তালে নাচ করেন দুই অভিনেতা।
ইন্ডিয়ান আইডল ১৪ প্রসঙ্গে
সোনি টিভিতে প্রতি শনি এবং রবিবার করে সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল ১৪। রাত আটটা থেকে দেখ🐓া যায় এই শো। এবারে বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, কুমার শানু এবং বিশাল দাদলানি। তাঁদেরও শুটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই মজা করতে দেখা যায়। তাঁরা সেই মজার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে থাকেন। এবারে এই শোয়ের সঞ্চালনা করছেন হুসেন কুয়াজেরওয়ালা।
আরও পড়ুন: ফের পিছিয়ে গেল ‘দ্য ক্রিউ’র🍌 মুক্তির দিন! প্রকাশ্যে করিনা-কৃতিদের ছবির টিজার সহ নতুন রিলিজ ডেট
আরও পড়ুন: সিলেটি গান 'কমলা নৃত্য করে'কে নিඣজের বলে দাবি করে বাংলাদেশিদের রোষের মুখে অঙ্কিতা
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া প্রসঙ্গে
এই ছবিটি আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন শা꧙হিদ কাপুর, কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনে♈শ বিজন।