গত ২৪ মার্চ ২০২৫, একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। আথিয়া এবং কে এল রাহুল নিজেদের প্রথম কন্যা সন্তানের নাম রেখেছ🍌েন ইভারা। কাজের পাশাপাশি এখন অবসর সময় শুধুই নাতনিকে নিয়ে সময় কেট💃ে যায় সুনীলের। তবে সম্প্রতি সন্তান প্রসবের সময় মেয়ের বড় সিদ্ধান্ত নিয়ে গর্ব প্রকাশ করেন অভিনেতা।
সম্প্রতি নিউজ ১৮ - এর সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল জানান, সি সেকশন নয়, বরং প্রাকৃতিক উপায়ে মা হওয়ার বিকল্প বেছে নিয়েছিলেন আ♏থিয়া। মেয়ের এই সিদ্ধান্ত নিয়ে গর্💮ব প্রকাশ করতেও শোনা গেল অভিনেতাকে।
আরও পড়ুন: শাহরুখ বা সলমন নন, টানা ৮টি ২০০ কোটির সুপারহিট ছবি উপহার দিয়ღেছেন এই তারকা, কে বলুন তো𝔉?
আরও পড়ুন: বলিউডের সব থেকে ব্যয়বহুল অপ্🍰রকাশিত ছবি, যার বাজেট বাহুবলী, পুষ্পা-র থেকে♍ও বেশি
মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সুনীল বলেন𝓡, ‘এখন আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে প্রায় প্রত্যেকেই সিজারের বিকল্প বেছে নেয়। তবে আমার মেয়ে স্বাভাবিক প্রসব করার বিকল্প বেছে নিয়েছিল। আমার মনে আছে, নার্সিংহোমে প্রত্যেক নার্স এবং শিশু বিশেষজ্ঞ আমায় বলেছিলেন, কীভাবে সম্পূর্ণ প্রক্রিয়ায় আথিয়া সাহসিকতা দেখিয়েছে। একজন বাবা হিসাবে আমার ভীষণ গর্ব হয়েছিল।’
আথিয়াকে একজন অসাধারণ মা হিসেবে বಞর্ণনা করে সুনীল বলেন, ‘আমার স্ত্রী🅺 একজন অসাধারণ নারী, খুব সম্ভবত আথিয়া মায়ের থেকেই সমস্ত গুণ পেয়েছে। আমি আবারও একবার বলতে চাই, আথিয়া একজন অসাধারণ মা। এই কয়েক মাসে একবারও ও কাউকে বলেনি যে ও ক্লান্ত হয়ে পড়েছে, কষ্ট হচ্ছে বা কোনও চাপ অনুভব করছে।’
সুনীল বলেন, ‘প্রত্যেক বাবার মতো আমিও ভেবেছিলাম আমার মেয়ে এখনও ছোট রয়েছে, কিন্তু ও যেভাবে মাতৃত্বকে সামলেছে, তা এক কথায় অবিশ্বাস্য। নতুন জীবনের সঙ্গে ভীষণভাবে মানিয়ে নিয়েছে ও। সন্তান প্রসবের পর থেকেই এক🦂াই সবকিছু সামলাচ্ছে, ওর জন্য আমি 🔯সত্যি ভীষণ ভীষণ খুশি।’
আরও পড়ুন: কাজ সামলেও বাড়ির দিকে কড়া নজর ক্যাটে♋র, জন্মদিনে মজার অভিজ্ঞতা শেয়ার ভিকির
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে সহকর্মীদের নীরবতায় সোচ্চার প্রীতি, বললেন, 'সব♍ার মতামত.🍎..'