বরুণ ধাওয়ানের বলিউডে পথ চলা শুরু হয়♎েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর হাত ধরে। মাঝে কেটে গিয়েছে ১০টা বছর। ২০২২ সালটা কেমন গেল তাঁর? অভিনেতা হিসেবে চলতি বছরটা ভালোয়-মন্দয় কাটল বরুণের। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘যুগ যুগ জিও’ এবং ‘ভেড়িয়া’ এই দুটো ছবি বক্স অফিসে তেমন সাড়া পায়নি। অনেকেই ভেবেছিলেন। যে ছবিগুলো বক্স অফিসে ভালো সাড়া পাবে, কিন্তু তেমনটা হল না।
যুগ যুগ জিও ছবিটির পরিচালনা করেছিলেন রাজ মেহতা। এই ছবিতে বিয়ে, ডিভোর্স এবং সম্পর্কের নানান টানাপোড়েনের কথা উঠে এসেছিল। অন্যদিকে ভেড়িয়া ছবিতে দেখা গিয়েছে নেকড়ের কামড়ে কীভাবে বরুণꦓ একটি নেকড়েতে পরিণত হয়ে যান।
তবে অভিনেতা জানিয়েছেন এই ছবি দুটি তাঁকে অনেক কিছু দিয়েছে। লকডাউনের সময় থেকেই এই অভিনেতা ছবি করার পরিমাণ কমিয়ে দিয়েছেন। সেই সময় কেবল তাঁর ‘কুলি নম্বর ওয়ান ১’ ছবিটি মুক্তি পেয়েꦜছিল। এই ছবিটি তাঁর বাবা ডেভিড ধাওয়ান পরিচালনা করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল এই ছবি। তবে বড়পর্দায় নয়, অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল।
একটি সাক্ষাৎকারে বরুণ জানান, 'লকডাউন হওয়ার পরই আ🌼চমকা যেন আমার রাস্তা আটকে গেল। আমি অনুভব করলাম সব ছবি আমার জন্য নয়। এমন ছবিই আমি করব এবার থেকে যেগুলো আমায় মানসিক ভাবে শান্তি দেবে। আমাকে ক্রিয়েটিভিটির দিক দিয়ে তৃপ্তি দেবে। আমি অনেক দিন অপেক্ষা করেছি যুগ যুগ জিও, ভেড়িয়া এবং নিতেশ তিওয়ারির ছবি বাওয়ালে সই করার জন্য🍃। ফলে এটা ভাবার কারণ নেই যে আমার হাতে অনেক কাজ বলে, বা আমার হাতে ডেট নেই বলে বেছে কাজ করছি।' তিনি আরও বলেন, 'ফলে অভিনেতা হিসেবে ২০২২ সালটা আমার কাছে একটি অত্যন্ত ভালো বছর হিসেবেই থাকবে, অন্তত ক্রিয়েটিভিটির দিক দিয়ে। একজন অভিনেতা হিসেবে আমি এই তিনটি ছবিতে কাজ করতে পেরে গর্বিত।'
তবে এ কথা তিনি শিকার করে নেন যে তিনি আশা করেছিলেন যে তাঁর ভেড়িয়া ছবিটি বক্স অফিসে ভালো ফল করবে। অমর কৌশিকের এই একই জ্যঁরের ছবিগুলো এর আগে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছিল। ‘স্ত্রী’ তো দুর্দান্ত সাফল্য অর্জন করে🐻ছিল বক্স অফিসে। এই বিষয়ে মিড ডে'কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'এটা একটা খুব অদ্ভুত বছর ছিল। মানুষজনকে হলে ফেরানো খুব চাপ হয়ে গিয়েছে। আমি আশা করেছিলাম ভেড়িয়া ছবিটি বক্স অফিসে আরও ভালো ফল করবে। তবুও বলব আমি কৃতজ্ঞ যে মানুষ সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছেন। এবং এই ছবিটি এই বছর মুক্তি পাওয়া আরও অনেক ছবির থেকে বেশ ভালোই ব্যবসা করেছে। কিন্তু হ্যাঁ, আরও ভালো করতে পারত।'
একটু অন্য ঘরানার ছবি করতে দেখা গিয়েছে বরুণকে বারবার, সেটা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বদলাপুর’ হোক বা ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘অক্টোবর’। সেই বিষয় নিয়ে তিনি কী বলতে চান? অভিনেতার সাফ কথা, 'আমাকে যদি আমার পারিশ্রমিক কমাতে হয় এই ধরনের ছবিগুলোর জন্য আমি সেটাও করতে রাজি আছি। কারণ এই ছবিগুলো আমার ভিতরে থাকা অভিনেতাকে বের করে আনে। একই রকম ভাবে আমার কাছে যখন ভেড়িয়ার মতো ছবির অফার আসে আমি তখন সেই ছবিকেও বেছে নিই। আমার ভাবনা স্পষ্ট, ভালো ছবি করো এবং দেখ প্রোডিউসারের যেন কোনও ক্ষতি না হয়। বক্স অফিস জরুরি, কিন্তু কখনও আমরা এমন ছবি করতে চাই যেটা একজন অভি﷽নেতা হিসেবে আমি হাতছাড়া করতে চাই না।'