সোশ্যাল মিডিয়ায় নানা সময় নানা জিনিস ভাইরাল হয়। কখনও গোলাপ ফুলের পকোড়া বানাতে দেখা যায়, কখনও আবার শিউলির। বাদ যায়নি নলেন গুড়ের পান। কিন্তু তাই বলে বিরিয়ানির 💮সঙ্গে আইসক্রিম মিশিয়ে দেবে! তাও আবার স্ট্রবেরি ফ্লেভারের! মহিলার কাণ্ড দেখে হতভম্ব নেটপাড়া।
আরও পড়ুন: 'আম😼ার সন্তানকে বড় করতে অন্যের সন্তানকে ছোট করব না', ফের চ𝔉াঁচাছোলা দেব! নাম না করে কী বললেন রাজকে নিয়ে?
কী ঘটেছে?
বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কেউ যদিও মাটন বিরিয়ানি খেতে ভালোবাসেন, কেউ আবার চিকেন। কারও আবার বিরিয়ানিতে আলু চাই চাই। ইদানিং কালে আবার ইলিশ বিরিয়ানি✤, ইত্যাদি শুরু হয়েছে। কিন্তু তাই বলে বিরিয়ানিতে আইসক্রিম মিশিয়ে দেবে! এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলা বিরিয়ানির সঙ্গে স্ট্রবেরি আইসক্রিম মিশিয়ে বিক্রি করছেন।
ক্রিমি ক্রিয়েশন বাই এইচ কে আর ১১ ওরফে হিনা কৌশর নামক এক মহিলা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তাঁরা তাঁদের দোকানে স্ট্রবেরি আইসক্রিমের সঙ্গ🤪ে বিরিয়ানি মিশিয়ে সেটা বিক্রি করছেন। এমন বিদঘুটে কম্বো দেখে ঘুম ছুটেছে নেটপাড়ার!
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এই মহিলার মুম্বইয়ে থাকেন। তিনি একজন কন্টেন্♏ট ক্রিয়েটর এবং তাঁর একটি বেকিং আকাদেমি আছে। তিনি মাঝে মধ্যেই এসব এক্সপেরিমেন্টাল খাবারের ছবি ভিডিয়ো পোস্ট করে থাকেন। তাঁর এই বেকিং আকাদেমিতে ৭ দিনের একটি কোর্স শেষ হওয়ার আনন্দে তাঁরা আইসক্রিম বিরিয়ানি বানিয়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু আইসক্রিম বিরিয়ানি ব্যাপারটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে বলেই অভিমত নেটিজেনদের।
কে কী বলছেন?
𝓰এক ব্যক্তি লেখেন, 'না আইসক্রিম না বিরিয়ানি, কারও জাত রইল না।' আরেকজন লেখেন, 'পাগল হয়ে গিয়েছেন? যা খুশি বানালেই হল?' তৃতীয় জন লেখেন, 'দেখেই মাথাটা কেমন ঘুরছে আমার।'
আরও পড়ুন: খাদান বনাম সন্তান বিতর্ক অতীত? দেবౠকে নিয়ে রাজ বললেন, 'ওর আমাকে না লাগলেও, আমার ওকে প্রয়োজন'
আপনার কেমন লাগল এই 🌠আইসক্রিম বিরিয়াꦚনি ব্যাপারটা? আপনাকে দিলে চেখে দেখবেন নাকি?