Optical Illusion Test: অপটিকাল ইলিউশন চোখের পাশাপাশি মন ও মস্তিষ্কের পরীক্ষাও নিয়ে থাকে। সম্প্রতি তেমনই এক চোখের ধাঁধা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি গাছ। সেই গাছের পাতাগুলি আবার এমনভাবে রয়েছে যেন দেখতে অবিকল সিংহের মুখ। কিন্তু সিংহের মুখ আগে দেখলেন না গাছ, তার উপর নির্ভর করছে একজনের মন মানসিকতা কেমন। কে কোনটি আগে দেখছেন, তার উপরেই নির্ভর করে তার চিন্তাভাবনা ও স্বভাবের ধরনধারন।
অপটিকাল ইলিউশনের উপকারিতা
- অপটিকাল ইলিউশনের মতো খেলা মগজে শান দিতে সাহায্য করে। ফলে এটি কগনিটিভ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যে কারণে এই ছবিটির ধাঁধার উত্তর আপনার আইকিউ বলে দিতে সক্ষম।
- সময় কাটানোর জন্য অনেকেই বর্তমানে ফোন স্ক্রলিং করতে থাকেন। এতে মস্তিষ্কের ক্ষতি। তার বদলে অপটিকাল ইলিউশনে সময় দিলে মস্তিষ্কের উপকার হয়।
- পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অপটিকাল ইলিউশন। যা রোজকার জীবনেও দরকারি।
- চোখের স্বাস্থ্য কেমন রয়েছে তা অপটিক্যাল ইলিউশন দিয়েও বুঝে ফেলা সম্ভব। কারণ এটি চোখের জন্য বেশ জটিল একটি পরীক্ষা।
আরও পড়ুন - Optical Illusion: সাত আর তিনের লুকিয়ে একটি পাঁচ! ৫ সেকেন্ডেই খুঁজতে হবে তাকে, দেখুন তো চেষ্টা করে
যিনি প্রথমে সিংহ দেখলেন
যিনি ছবির দিকে তাকাতেই প্রথমে সিংহ দেখতে পেলেন, তিনি স্বভাবের দিক থেকে বেশ বন্ধুত্বপূর্ণ। সকলের সঙ্গেই তিনি মেলামেশা করতে ভালোবাসেন। ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি করতে পছন্দ করেন না তিনি। এই ধরনের মানুষ সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। কারওর কাজের মধ্যে নাক গলিয়ে পরামর্শ দিতেও বিশেষ পছন্দ করেন না। বরং কাজের ক্ষেত্রে স্বাধীনতা দিতে ভালোবাসেন। প্রেমের সম্পর্কে নিজে থেকে এগিয়ে যেতে ও প্রথমে প্রস্তাব দিতে ভালোবাসেন এমন ব্যক্তি।
আরও পড়ুন - Optical Illusion: খরগোশ না হাঁস? তাকাতেই প্রথমে কী দেখলেন? ছবিই জানান দেবে আপনার চিন্তাভাবনা কেমন
যিনি প্রথমে গাছ দেখলেন
এঁরা প্রথম থেকেই আগ বাড়িয়ে সকলের সঙ্গে কথা বলে উঠতে পারেন না। কিন্তু একবার সড়গড় হয়ে গেলে কথা বলেন মন খুলে। এমনকি হাসি ঠাট্টাও করেন। প্রেমের ক্ষেত্রে নিজে আগে প্রস্তাব দিতে সংকোচ বোধ করেন। কিন্তু প্রেম প্রস্তাব দেওয়ার নানা ইঙ্গিত উপস্থাপন করতে ভালোবাসেন।