Boeing 737's window blows out: মাঝ আকাশে 'উড়ে' গেল বোয়িং ৭৩৭-এর জানলা! চোখের সামনে 'মৃত্যু' দেখলেন ১৭৪ যাত্রী
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 11:25 AM ISTদুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে বিমানচালক ফেরার পথ ধরেন। জরুরি অবস্থায় বিমানটিকে অবতরণ করানো হয় পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। বিমানে থাকা ১৮০ জনের মধ্যে কেউই আহত হননি বলে জানা গিয়েছে।
মাঝ আকাশে বোয়িং ৭৩৭-এর জানলা 'উড়ে' গেল