বাংলা নিউজ > ঘরে বাইরে > Congress on Recession: 'কী লুকোচ্ছেন মোদী?' মন্দা নিয়ে BJP মন্ত্রীর বিস্ফোরক দাবি ঘিরে উঠল প্রশ্ন
পরবর্তী খবর
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে দাবি করেন যে ভারতে জুন মাসের পর মন্দা আসতে পারে। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার কেন্দ্রীয় সরকাররে বিরুদ্ধে সরব হল কংগ্রেস। এই নিয়ে একটি টুইট করে মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (কমিউনিকেশনস) জয়রাম রমেশ। টুইট বার্তায় রমেশ লেখেন, '২০১৪ সাল থেকে নষ্ট করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে। সেই মন্ত্রকের মন্ত্রী নারায়ণ রানে দাবি করেছেন যে আগামী ছয় মাসে ভারতে মন্দা আসছে। পুণেতে জি২০-র একটি সভার আগে তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দেশের থেকে কী লুকোচ্ছেন?' (আরও পড়ুন: 'ভোটের আশা না করেই মুসলিমদের কাছে পৌঁছে যান', বিজেপি কর্মীদের আহ্বান মোদীর)