উত্তর পূর্ব দিল্লিতে ২০২০ সালে পাথর ছোড়ার ঘটনা সংক্রান্ত মামলায় জওহরলাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উমর খালিদকে মুক্তি দিল দিল্লির কাকোরদুমা আদালত। উমরের সঙ্গে জেল থেকে ছাড়া পেয়েছেন খালিদ সাইফিও। দিল্লির কোর্টের অ্যাডিশনাল সেসশন জজ পুলস্থ প্রমাচলা তাদের ওই মামলা থেকে নিষ্কৃতি দেন।
তবে এই মামলা থেকে মুক্তি পেলেও উমর খালিদ ও খালিদ সাইফিকে জেলে থাকতে হবে বাকি মামলাগুলিতে অভিযুক্ত হওয়ার কারণে। ইতিমধ্যেই দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগে ওই দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রুজু হয়েছে ‘আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্টে’। উল্লেখ্য, দিল্লি দাঙ্গায় চার্জশিট পেশ হয়েছে, সেখানে উল্লেখ করা এই দুজন বাদে বাকিরা কেন চিহ্নিত হয়নি বা গ্রেফতার হয়নি তা নিয়ে ছিল সওয়াল। খালেদকে ছাড়ার নেপথ্যে এই যুক্তি কার্যকর হয়েছে। আদালত বলছে, যখন দাঙ্গায় অভিযুক্ত বাকিরা চিহ্নিত হয়নি, তাহলে উমর খালিদ ও খালিদ সাইফিকেও এই মামলায় জেল বন্দি করা যায়না। প্রসঙ্গত, ২০২০ সালে ২৪ ফেব্রুয়ারি চাঁদ বাগ ফুলিয়ার কাছে দাঙ্গার ঘটনায় গ্রেফতার করা হয় উমল খালিদ ও খালিদ সাইফিকে। তাদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ছিল।
পাকিস্তানি ড্রোন থেকে সীমান্তে বর্ষণ মাদক ও অস্ত্র! বিএসএফের রুদ্ধশ্বাস তৎপরতা