ঘটনা বুধবার গভীর রাতের। সেই সময় উত্তর দিনাজপুরের হেমতাবাদ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। জানা গিয়েছে, হেমতাবাদের চৈনগর সংলগ্ন সীমান্তে গভীর💧 রাতে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা প্রবেশের চেষ্টা করছিলেন। তখনই তাঁদের বাধা দেয় বিএসএফ। বিএসএফের বাধা ౠঅগ্রাহ্য করে তারা এগোতে থাকলেই, বিএসএফ গুলি চালায়। তাতেই মৃত্যু হয় একজনের।
বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের হেমতাবাদের সংলগ্ন সীমান্তে বাংলাদেশের সীমান্ত থেকে কয়েকজন পার হয়ে এদেশে আসার চেষ্টা করেন। সেটি নজরে আসে বিএসএফ জওয়ানদের। তাঁরা তখনই ওই বাংলাদেশিদের বাধা দেন। তবে সেই বাধা উপেক্ষা করে, কাঁটাতারের বেড়া পার হতে যান কয়েকজন বাংলাদেশি। এরপর বাধ্য হয়ে বিএসএꦛফ গুলি চালায়। তখনই তা গিয়ে লাগে এক মাঝবয়সি বাংলাদেশির গায়ে। এদিকে, বিএসএফ গুলি চালাতে শুরু করায় বাকিরা পালিয়ে যান। যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তাঁর নাম বা পরিচয় জানা যায়নি। এরপর সেই গুলিবিদ্ধ বাংলাদেশিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই ওই বাংলাদেশিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সীমান্তে পৌঁছয় হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ।
( Vast🍃u Shastra: তুলসী গাছ বাড়িতে শুকিয়ে গিয়েছে? ভুলেও এই বিশেষ দিনগুলিতে উপড়ে ফেলবেন না! রইল বꩵাস্তুটিপস)
(মাথায় হেলমেট পরে ব🐽িক্ষোভ দমনে ব্যস্ত, তার ﷽মধ্যেই সারমেয় প্রেম, ভাইরাল কলকাতা পুলিশের এই ছবি )
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশে চরম রাজনৈতিক তোলপাড় দেখা গিয়েছে। সেদেশে জন-ছাত্র আন্দোলনের জেরে মসনদ-চ্যুত হয়েছে হাসিনা সরকার। এরপরও বাংলাদেশ বেশ কিছুদিন অশান্ত থেকেছে। হাসিনা দেশ ছেড়ে যেতেই সেখানে বহু হি♔ন্দু মন্দিরে হামলা হয়েছে। সেই ছবি এসেছে প্রকাশ্যে। এর মাঝে উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে ক্রম💯াগত বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে। এই অনুপ্রবেশকারীদের অনেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, এই অনুপ্রবেশ রুখতে প্রথমে অনুপ্রবেশকারীদের সতর্ক করা হয়। তাঁদের বাধা না মানলে তারপর গুলি চালায় বিএসএফ। হেমতাবাদের ঘটনাতেও সেভাবেই এগিয়েছে পুলিশ, বলে জানানো হয়েছে।