বাংলা নিউজ > ঘরে বাইরে > Katchatheevu island explained: শ্রীলঙ্কাকে কচ্ছতিভু দিয়েছিলেন ইন্দিরা, সংসদে স্মৃতি রোমন্থন মোদীর, জানুন ইতিহাস
পরবর্তী খবর
Katchatheevu island explained: শ্রীলঙ্কাকে কচ্ছতিভু দিয়েছিলেন ইন্দিরা, সংসদে স্মৃতি রোমন্থন মোদীর, জানুন ইতিহাস
2 মিনিটে পড়ুন Updated: 11 Aug 2023, 12:55 PM ISTAyan Das
Katchatheevu island explained: ভারতের তামিলনাড়ুর রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মধ্যে সেই কচ্ছতিভু দ্বীপ অবস্থিত। শ্রীলঙ্কার হাতে সেই কচ্ছতিভু দ্বীপ তুলে দিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তা নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই, প্রতীকী ছবি India in Russia ও এএফপি)
শ্রীলঙ্কার হাতে কেন কচ্ছতিভু দ্বীপ তুলে দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার? ওই অঞ্চল কি ‘মা ভারতীর অংশ’ ছিল না? সেই প্রশ্ন তুলে বৃহস্পতিবার চূড়ান্ত আক্রমণাত্মকভাবে কংগ্রেসকে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় মোদী বলেন, ‘তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে একটি দ্বীপ হল কচ্ছতিভু। সেটা অন্য একটি দেশের হাতে তুলে দিয়েছিলেন কেউ একজন। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেটা হয়েছিল।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘ওই অঞ্চল কি মা ভারতীর অংশ ছিল না?’
ভারতের রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মধ্যে কচ্ছতিভু দ্বীপ অবস্থিত। যে দ্বীপ ব্যবহার করতেন ভারত এবং শ্রীলঙ্কার মৎস্যজীবীরা। কিন্তু ১৯৭৪ সালে 'ইন্দো-শ্রীলঙ্কান মেরিটাইম এগ্রিমেন্ট' বা ইন্দো-শ্রীলঙ্কা সামুদ্রিক চুক্তির মাধ্যমে প্রতিবেশী দেশের হাতে কচ্ছতিভু দ্বীপ তুলে দেয় ইন্দিরা গান্ধীর সরকার। একাধিক মহলের দাবি, ১৬৩ একরের সেই দ্বীপ নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে টানাপোড়েন ছিল, তা যাতে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব না পড়ে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাতে অনুকূল পরিবেশ তৈরি হয়, সেজন্য বন্ধুত্বের প্রতীক হিসেবে শ্রীলঙ্কার হাতে কচ্ছতিভু দ্বীপ তুলে দেওয়া হয়।