বাংলা নিউজ > ঘরে বাইরে > NRIs can use UPI without Indian number: লাগবে না ভারতীয় নম্বর, UPI দিয়ে টাকা পাঠাতে পারবেন এই ১০ দেশের NRI-রা, দেখুন কোড
পরবর্তী খবর
NRIs can use UPI without Indian number: লাগবে না ভারতীয় নম্বর, UPI দিয়ে টাকা পাঠাতে পারবেন এই ১০ দেশের NRI-রা, দেখুন কোড
1 মিনিটে পড়ুন Updated: 11 Jan 2023, 10:18 PM ISTAyan Das
NRIs can use UPI without Indian number: এবার থেকে ভারতীয় নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। প্রাথমিকভাবে ১০ টি দেশের ক্ষেত্রে সেই সুবিধা চালু করা হচ্ছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে সদস্যদের সেই নির্দেশিকা পালন করতে বলেছে এনপিসিআই।
এবার থেকে ভারতীয় নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
UPI লেনদেনের ক্ষেত্রে বড় সুবিধা পেতে চলেছেন অনাবাসী ভারতীয়রা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তরফে জানানো হয়েছে, এবার থেকে ভারতীয় নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। প্রাথমিকভাবে ১০ টি দেশের ক্ষেত্রে সেই সুবিধা চালু করা হচ্ছে।
এনপিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীঘ্রই ইউপিআইয়ের (Unified Payment Interface) মাধ্যমে নিজেদের নন-রেসিডেন্ট এক্সাটার্নাল (NRE) এবং ইন্টারন্যাশনাল নম্বরের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা। প্রাথমিকভাবে ১০ টি দেশের অনাবাসী ভারতীয়রা (Non-Resident Indians - NRI) সেই সুযোগ পাবেন। সেই পরিস্থিতিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে সদস্যদের সেই নির্দেশিকা পালন করতে বলেছে এনপিসিআই।
কোন কোন দেশের অনাবাসী ভারতীয়রা সেই সুযোগ পাবেন?
এনপিসিআইয়ের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন এবং কাতারের অনাবাসী ভারতীয়রা সেই সুযোগ পাবেন। তাঁদের নির্দিষ্ট ‘কান্ট্রি কোড’ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে এনপিসিআই। কোন দেশের কী ‘কান্ট্রি কোড’ আছে, তা দেখে নিন -
সেই UPI লেনদেনের ক্ষেত্রে ফেমা (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট), আর্থিক তছরুপ বিরোধী আইন এবং সন্ত্রাসে অর্থ জোগান বিরোধী (সিএফটি - কম্ব্যাটিং অফ ফিনান্সিং অফ টেরোরিজম) নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়ম মেনে নিজেদের নন-রেসিডেন্ট এক্সাটার্নাল (NRE) এবং ইন্টারন্যাশনাল নম্বরের মধ্যে টাকা ট্রান্সফার করার সুযোগ পাবেন অনাবাসী ভারতীয়রা।
অনাবাসী ভারতীয়দের ভারতীয় নম্বর ছাড়াই ইউপিআই লেনদেনের সুবিধা দেওয়ার ফলে লেনদেন প্রক্রিয়া সহজ ও সরল হবে বলে মনে করা হলেও আইনি নিয়মকানুন ও আইনি বিধিনিষেধের বিষয়টি এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। বিষয়টি নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ মিন্ট’-কে সিঙ্গাপুরের মানিটারি অথরিটির চিফ ফিনটেক অফিসার সোপনেন্দু মোহান্তির মতে, সেই প্রক্রিয়ায় সবথেকে বড় মাথাব্যথার কারণ হবে আইনি বাধা এবং ডেটা শেয়ারের নিয়মকানুন।