গতকাল সংসদের প্রবেশদ্বারে বিজেপি এবং বিরোধী কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কির ঘটনার জল গড়িয়েছে থানায়। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, ওম বিড়লা কঠোর ভাবে নির্দেশ দিয়েছেন, সংসদের প্রবেশদ্বারে যেন আর কোনও প্রতিবাদ বা বিক্ষোভ না দেখানো হয় কোনও তরফ থেকেই। (আরও পড়ুন: আমেরিকায় আঘাত✱ হানতে পারে, এমন মিসাইল তৈরি করছে পাকিস্তান: হোয়াইট হাউস আধিকারি❀ক)
আরও পড়ুন: প্রবাসী ভারতীয়রা দেশে যত টাকা পাঠান, বাংলাদেশ-পাকিস্তানের মিলিত বা🍸জেটের তা...
উল্লেখ্য, সংসদে ধাক্কাধাক্কি কাণ্ডে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যসভার বিজেপি সাংসদ ফ্যাংগন কোনিয়াক। নাগাল্যান্ডের এই মহিলা সাংসদ দাবি করেন, সংসদের প্রবেশদ্বারে বিক্ষোভ চলাকালীন রাহুল গান্ধী তাঁর এতটা কাছে চলে এসেছিলেন যে মহিলা হিসেবে তাঁর অস্বস্তি হচ্ছিল। এদিকে রাহুল গান্ধীর ধাক্কায় নাকি চোট পান বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি। তিনি আপাতত হাসপাতালে ভরতি আছেন। এই নিয়ে বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীর নামে এফআইআর করা হয়েছে। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। এই নিয়ে দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, বাবাসাহেবের ঐতিহ্য রক্ষা করার জন্যে রাহুল গান্ধীর নামে যে এফআইআর হয়েছে, তা তাঁর সম্মানের 'ব্যাজ'। তাঁর কথায়, রাহুল গান্ধীজির বিরুদ্ধে এটা বিমুখী কৌশল ছাড়া আর কিছুই নয়। (আরও পড়ুন: রাহুল গান্ধীর 'কাছে আসা' নিয়ে BJP-র মহিলা সা꧙ংসদে𒉰র অভিযোগের জবাব এল, কংগ্রেস বলল…)
আরও পড়ুন: উপকূল ঘেঁষে বাঁক ন🥂িম্নচাপের, আজ থেকে বৃষ্টি বঙ্গে, তারপর হু হু করে পড়বে ঠান্ডা?
এদিকে গতকালকের ঘটনায় কংগ্রেসের পালটা অভিযোগ, বিজেপি সাংসদরা কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে হেনস্থা করেছেন। এই নিয়ে পুলিশে পালটা অভিযোগ দায়ের করেছে হাত শিবির। কংগ্রেস এই নিয়ে লোকসভা স্পিকারকে চিঠিও লিখেছে। কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং কংগ্রেস সাংসদদের ধাক্কা দেওয়া হয়েছিল। (আরও পড়ুন: 'সংখ্যাগুরু' বিতর্কে এবার ফিরহাদের জবাব - 'আল্লাহ ছাড়া কারও সামনে মাথানত 🗹নয়')
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যা🍷ন্ড বাউন্ডস নিয়ে বিস্ফোরক ED, কে কত কোটি দিয়েছে?
এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ বলেছিলেন, 'রাহুল গান্ধী এসে এক সাংসদকে ঠেলে দিলেন। সেই সাংসদ তখন আমার ওপরে এসে পড়েন। এরপরে আমি পড়ে যাই। আমি তখন শিঁড়ির ওপরে দাঁড়িয়ে ছিলাম।' আর এই নিয়ে রাহুলের বক্তব্য ছিল, 'এই ঘটনাটি আপনাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বার দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি সাংসদরা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তখন আমাকে ধাক্কা দেওয়া হয়। হুমকি দেওয়া হয়। তাই এটা ঘটেছে... আর হ্যাঁ, এটা ঘটেছে (মল্লিকার্জুন খার্গকে ধাক্কা দেওয়া হয়েছে)। কিন্তু আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না। তবে এটি সংসদের প্রবেশদ্বার। আমাদের ভিতরে যা🍬ওয়ার অধিকার রয়েছে। বিজেপি সাংসদরা আমাদের ভিতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন... তারা সংবিধানকে আক্রমণ করছে এবং আম্বে🌺দকরজির স্মৃতিকে অপমান করছেন।'