বিমানের মধ্যে ছিল লুকিয়ে ছিল সাপ। দুবাইয়ে অবতরণের পর সেটির হদিশ মিলল। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির𝓰্দেশ দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ♔্যাভিয়েশন (ডিজিসিএ)।
কেরলের কোঝিকোড় থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বি৭৩৭-৮০০ বিমানটি দুবাইয়ে অবতরণ করে। যাত্রীরা সুরক্ষিতভাবেই বিমান থেকে নেমে আসেন। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে দুবাই বিমানবন্দরে অবতরণের পর বিমানের কার্গো ꦜহোল্ডে ওই সাপের হদিশ পাওয়া যায়। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
কিন্তু কীভাবে সকলের নজর এড়িয়ে বিমানের কার্গো হোল্ডে সাপ থাকল? পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএয়ের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে বিমানবন্দরে যে কর্মীরা থাকেন, তাঁদের গাফিলতির জন্য সেই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে এবং ডিজিসিএয়ের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়াไ হবে বলে পিটিআইয়ের প্রতিবেদনে জ𝓰ানানো হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে এয়✨ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্রের সঙ্গে 𒈔যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিমানে কতজন যাত্রী ছিলেন, তাও প্রাথমিকভাবে জানা যায়নি বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।