গ্রাহকের রুটিতে থুতু ফেলার জন্য গাজিয়াবাদে একটি খাবারের দোকানে কর্মরত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি খাবারের দোকানে। অভিযুক্ত যুবক ওই দোকানেই কাজ করত। গ্রাহকের রুটিতে থুতু ফেলার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই পুলিশ পদক্ষেপ করে। ধৃত যুবকের নাম ইরফান।
আরও পড়ুন: থুতু মিশিয়ে খাবার পরিবেশনের অভিযোগ, জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার
ভিডিয়োতে ২০ বছর বয়সি অভিযুক্ত ইরফানকে রুটি তন্দুরে রাখার আগে তাতে থুতু ফেলতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। তা দেখার পরেই পদক্ষেপ করে পুলিশ। জানা গিয়েছে, দিল্লি এবং নয়ডা সংলগ্ন গাজিয়াবাদের খোদায় একটি ধাবা অবস্থিত। সেই ধাবায় গ্রাহকদের রুটি তৈরি করার সময় ওই যুবককে থুতু ফেলতে দেখা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, ইরফান গাজিয়াবাদের লোধি চক পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত একটি খাবারের দোকানে কাজ করতেন। তিনি বিজনৌর জেলার ধামপুরের নয় বস্তির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি সামনে আসতেই খোদা থানার পুলিশ ধাবা পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দিরাপুরমের সহকারি পুলিশ কমিশনার (এসিপি) স্বাধীন কুমার সিং। তিনি বলেন, এই ঘটনার পরেই ফুড সেফটি অ্যান্ড ড্রাগস অধিদফতর রুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।