বাংলা নিউজ > ময়দান > IND vs AUS 4th Test: গড়ে ১২১.২ বলে পড়ল ১ উইকেট! ২০ বছরে ভারতে 'জঘন্যতম' রেকর্ড হল আমদাবাদ টেস্টে
পরবর্তী খবর
IND vs AUS 4th Test: গড়ে ১২১.২ বলে পড়ল ১ উইকেট! ২০ বছরে ভারতে 'জঘন্যতম' রেকর্ড হল আমদাবাদ টেস্টে
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2023, 05:18 PM ISTAyan Das
IND vs AUS 4th Test: সার্বিকভাবে আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে পাঁচদিনে ৪২৪.২ ওভারে ১,২২৬ রান উঠেছে। উইকেট পড়েছে ২১ টি। গড়ে ১২১.২৩ বলে পড়েছে একটি উইকেট। যা গত ২০ বছরে জঘন্যতম বলে পরিসংখ্যানে উঠে এসেছে।
রবিচন্দ্রন অশ্বিন এবং টড মার্ফি। (ছবি সৌজন্যে বিসিসিআই এবং এএফপি)
প্রথম তিনটি টেস্টে স্পিনিং পিচ নিয়ে হল্লা হচ্ছিল। আমদাবাদে চতুর্থ টেস্টে পাটা পিচ হতেই ভারত এবং অস্ট্রেলিয়ার উইকেট পড়া যেন বন্ধ হয়ে গেল। পাঁচদিনে মাত্র ২১ টি উইকেট পড়ল। তার ফলে ২০০৩ সালে মোহালির পর ভারতের মাটিতে সবথেকে কম বোলিং স্ট্রাইক রেটের সাক্ষী থাকল আমদাবাদ। চতুর্থ টেস্টে ১২১ বলপিছু একটি উইকেট পড়েছে। যা ২০০৩ সালের মোহালি টেস্টে ছিল ১৪৬.৫।
আমদাবাদে প্রথমে ইনিংসে ১৬৭.২ ওভার ব্যাট করেছিল অস্ট্রেলিয়া। ৪৮০ রান তুলেছিলেন স্টিভ স্মিথরা। সেখানে অজিদের আরও বেশি ওভার বল করতে হয়েছিল। প্রথম ইনিংসে ১৭৮.৫ ওভার ব্যাট করে ৫৭১ রান করেছিল ভারত। শ্রেয়স আইয়ার ব্যাট করতে পারেননি। অর্থাৎ ভারতের প্রথম ইনিংসে নয় উইকেট পড়েছিল। তারপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার মাত্র দুটি উইকেট তুলতে পারে ভারত। ৭৮.১ ওভারে ১৭৫ রান তোলে অস্ট্রেলিয়া। সার্বিকভাবে আমদাবাদে পাঁচদিনে ৪২৪.২ ওভারে ১,২২৬ রান উঠেছে। উইকেট পড়েছে ২১ টি। গড়ে ১২১.২৩ বলে পড়েছে একটি উইকেট।
ভারতের মাটিতে টেস্টে স্ট্রাইক রেটের পরিসংখ্যান (কয়েকটি তুলে ধরা হল)
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৩ সালে মোহালির পর ভারতে কোনও টেস্টে বোলিং স্ট্রাইক সর্বোচ্চ থাকল। মোহালিতে ভারত-নিউজিল্যান্ড টেস্টে মোট ৪৩৯.৩ ওভার হয়েছিল। উইকেট পড়েছিল ১৮ টি। অর্থাৎ ১৪৬.৫ বলপিছু একটি উইকেট পড়েছিল।
২০০০ সালে নাগপুরে ভারত-জিম্বাবোয় টেস্টেও উইকেটের আকাল দেখা গিয়েছিল। ৪৩৭ ওভারে মাত্র ২০ টি উইকেট পড়েছিল। বোলিং স্ট্রাইক রেট ছিল ১৩১.১।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।