ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ ফর্মে ছিলেন আজহার আলি। পাক তারকা কাউন্টিতে মাঠে নেমে পরিচিত মেজাজে ফিরতে একটু সময় নেন। তবে একবার ছন্দে খুঁজে ⛄পেতেই আর পি🥃ছন ফিরে তাকাতে হয়নি পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানকে।
কাউন্টিতে শেষ ৩টি ইনিংসে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকেছিলেন আজহার আলি। দু'বার ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে ফিরে আসতে হয় তাঁকে। এবার অবশ্য কোনও ভুল করেননি🃏 তিনি। পাক তারকা শুধু তিন অঙ্কেই পৌ🐼ঁছননি, বরং দুর্দান্ত ডাবল সেঞ্চুরি ম্যাচ জেতান দলকে।
ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টির প্রথম ৫টি ইনিংসে আজহার আলির ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ২, ১, ২০, ৬, ৫ ও ০ রান। ডারহ্যামের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনি ৯২ রান করে আউট হন। পরে ডার্বিশায়ারের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ৮৮ ও ৬০ রান। এবার ল𝓡েস্টারশায়ারের বিরুদ্ধে ২২৫ রানের ঝকঝকে ইনিংল খেলেন আজহার। ৩৫০ বলের ইনিংসে পাক তারকা ২২টি চার ও ১টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, লেস্টারের বিরুদ্ধে দ্বিশতরানের পরে আজহার জাতীয় দলের সতীর্থ ফাওয়াদ আলমের অনুকরণে সেলিব্রেশন সারেন।
মূলত আজহারের ডাবল সেঞ্চুরির সুবাদেই লেস্টারকে এক ইনিংস ও ২৫৯ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে ওরচেস্টারশায়ার। শুরুতে ব্🐠যাট করে লেস্টার তাদের প্রথম ইনিংসে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ওরচেস্টা♑রশায়ার ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লেস্টার ১৭০ রানে অল-আউট হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।