মা ও স্ত্রী'কে খুনের অভিযোগে আমেরিকায় গ্রেফতার হলেন প্রাক্তন ভারতীয়🌊 অ্যাথলিট। এশিয়ান চ্যাম্পিয়নশꦉিপে ব্রোঞ্জ পদক জয়ী শট পাটার ইকবাল সিং জোড়া খুন করার পর নিজেই বাড়িতে পুলিশ ডাকেন বলে খবর।
৬২ বছর বয়সী ইকবাল প🎉েনসিলভেনিয়ার দেলাওয়ার কাউন্টিতে থাকতেনꦿ। ফিলাডেলফিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, রবিবার সকালে পুলিশ ডেকে নিজের অপরাধ স্বীকার করেন তিনি।
সংবাদসূত্রে জানা যাচ্ছে, যখন ইকবালের নিউটাউন টাউনশিপের বাড়িতে পু🔯লিশ পৌঁছয়, প্রাক্তন অ্যাথলিটকে রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। ছুরি চালানোর সময় নিজেকেও ক্ষতবিক্ষত করে বসেন ইকবাল। বাড়ির ভিতরে দু'জন মহিলার রক্তমাখ🌠া দেহ পাওয়া যায়।
১৯৮৩ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশ♓িপ♊ে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ইকবাল। তাঁর খেলোয়াড় জীবনের সেটাই সবথেকে বড় প্রাপ্তি। তার পরেই তিনি পাকাপাকিভাবে আমেরিকায় চলে যান। সেখানে তিনি ক্যাব চালকের কাজ করতেন।
আদালতের নথি অনুযায়ী ইকবালের বিরুদ্ধে ফার্স্ট অ্যান্ড থার্ড🧸 ডিগ্রি মার্ডারের চার্জশিট পেশ করেছে পুলিশ। যেহেতু অপরাধের গুরুত্ব অনুযায়ী জামিন নামঞ্জুর হয়েছে, তা🍎ই প্রাক্তন অ্যাথলিটকে পুলিশি হেফাজতেই থাকতে হবে।
ইকবালের মা নাসিব কউর এবং স𒅌্ত্রী জসপাল কউর উভয়েরই গলায় ছুরির আঘাত ছিল। একজনকে দু'তলার মেঝেতে এবং অপর জনকে সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে। খুনের কোনও কারণ এখনও জানা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।