IPL 2023: ধোনির এখন যা বয়স… CSK-কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেডেন
1 মিনিটে পড়ুন Updated: 25 Mar 2023, 06:03 PM ISTTania Roy
প্রাক্তন সিএসকে ব্যাটসম্যান অবশ্য মনে করেন যে, দলে কেবলমাত্র নেতা হিসেবে থাকার জন্য নয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ৪১ বছরের মহেন্দ্র সিং ধোনি এবং ৩৭ বছরের অম্বাতি রায়ডুকে।
ম্যাথু হেডেন এবং মহেন্দ্র সিং ধোনি।
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খুব খারাপ পারফরম্যান্স করেছিল চেন্নাই সুপার কিংস। সেই ভয়ানক সময় ভুলতে, এই বছর নিজেদের নিংড়ে দিতে মরিয়া মহেন্দ্র সিং ধোনির ব্রিগেড। ৩১ মার্চ থেকে আমদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে সিএসকে।
গত বছর রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চূড়ান্ত খারাপ পারফরম্যান্স করার পর, এ বার তারা চ্যাম্পিয়ন হতে মরিয়া হয়ে রয়েছে। তবে মরশুম শুরুর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং কিংবদন্তি ম্যাথু হেডেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর টিমকে নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন।
একাদশে খেলা প্লেয়ারদের গড় বয়সের কারণে সিএসকে ‘ড্যাডস আর্মি’ বলা হয়ে থাকে। টি-টোয়েন্টিকে তরুণ প্রজন্মের খেলা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। অথচ সিএসকে সব সময়ে অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য বিনিয়োগ করেছে। হেডেনকেও তারা একটা সময়ে দলে নিয়েছিল। তবে তারা এই কৌশলে নির্ভর করেই চারটি শিরোপা জয় করেছে।
প্রাক্তন সিএসকে ব্যাটসম্যান অবশ্য মনে করেন যে, দলে কেবলমাত্র নেতা হিসেবে থাকার জন্য নয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ৪১ বছরের মহেন্দ্র সিং ধোনি এবং ৩৭ বছরের অম্বাতি রায়ডুকে। হেডেনের দাবি, ২০২৩ আইপিএল সিএসকে-র জন্য একটি উল্লেখযোগ্য মরশুম হতে পারে। এই দুই খেলোয়াড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয় তারা দুরন্ত কিছু করবে, না হলে দ্বিতীয় ধারাবাহিক খারাপ মরশুম হতে চলেছে চেন্নাই সুপার কিংসের।
স্টার স্পোর্টসের সঙ্গে কথোপকথনের সময়ে হেডেন বলেছেন, ‘ড্যাডস আর্মি এই ট্যাগলাইনটা চেন্নাইয়ের সঙ্গে যুক্ত রয়েছে। এ বছরও কিছুটা একই রকম ট্যাগলাইন জুড়তে চলেছে। এমএস ধোনি এবং আম্বাতি রায়ডুর মতো বয়সের প্লেয়ারদের কি-রোল নিতে হবে। তাদের কেবল দলের নেতা হিসেবে থাকলেই হবে না। এখন দেখার, এই দুই খেলোয়াড়কে দলে রেখে তাদের অভিজ্ঞতাks কাজে লাগাতে চলছে সিএসকে, নাকি তাদের পতন হতে চলেছে?’
সিএসকে এর আগে ২০২০ আইপিএলে তাদের ড্যাডস আর্মির কৌশল নিয়ে খেলতে নেমে ল্যাজেগোবরে হয়েছিল। দ্বিতীয় লাস্টবয় হিসেবে শেষ করেছিল আইপিএল। কিন্তু ২০২৩ মরশুমের আগে সিএসকে তাদের দলে কিছু বড় পরিবর্তন করেছে। যার মধ্যে ডোয়েন ব্র্যাভো, রবিন উথাপ্পা এবং ক্রিস জর্ডনের মতো অভিজ্ঞদের ছেড়ে দিয়েছে। নিলামে তারা সবচেয়ে দাম দিয়ে কিনেছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। ব্রিটিশ তারকাকে ১৬.২৫ কোটি টাকায় কিনে নেওয়া হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।