একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ডে। পুরো পাকিস্তান দলকে মাত্র ১৮২ রানেই গুটিয়ে দিল নিউজিল্যান্ডের বোলাররা। এদিন করাচি স্টেডিয়ামে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড।
সিরিজের দ্বিতীয় ODI ম্যাচ জিতল নিউজিল্যান্ড (ছবি-এএফপি)
একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল নিউজিল্যান্ডে। পুরো পাকিস্তান দলকে মাত্র ১৮২ রানেই গুটিয়ে দিল নিউজিল্যান্ডের বোলাররা। এদিন করাচি স্টেডিয়ামে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড।
প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৬১ রান করে অল আউট হয়ে যায় কিউয়ি দল। জবাবে ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ ওভারে মাত্র ১৮২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ফলে ৭৯ রানে হারতে হয় তাদের। এই জয়ের ফলে সিরিজে সমতায় ফিরল নিউজিল্যাল্ড। এখন ১৩ জানুয়ারির ম্যাচটি সিরিজের ভাগ্য নির্ধারন করবে। সেই ম্যাচে যারা জিতবে তারাই একদিনের ম্যাচের সিরিজটি জিতবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এটি ওয়ানডেতে তাঁর ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরি। এছাড়া তিনি ১৭টি সেঞ্চুরি করেছেন। লকি ফার্গুসনকে চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন বাবর আজম। এরপরে ১১৪ বলে ৭৯ রান করে ইশ সোধির বলে স্টাম্প আউট হন তিনি। তবে পাক অধিনায়কের এই স্লো ইনিংস কাজে আসেনি পাকিস্তানের।
এদিন ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করে ২৬১ রান তোলে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন চার বলে ১ রান করে আউট হন। এরপরে ডেভন কনওয়ে ৯২ বলে ১০১ রানের ইনিংস খেলেন। তাঁর সঙ্গে ১০০ বলে ৮৫ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। তাঁরা ১৮১ রানের জুটি গড়েন। ড্যারিল মিচেল সাত বলে পাঁচ রান করেছিলেন। টম ল্যাথাম তিন বলে ২ রান করেন। গ্লেন ফিলিপ্স ৮ বলে ৩ রান করে আউট হন। এরপরে মাইকেল ব্র্যাকওয়েল ১৪ বলে করেন ৮ রান। মিচেল স্যান্টনার ৪০ বলে ৩৭ রান করে আউট হন। ইশ সোধি সাত রান করলেও, টিম সাউদি শূন্য রানে আউট হন। শূন্য রান করে অপরাজিত থাকেন লকি ফার্গুসন। পাকিস্তানের হয়ে মহম্মদ নাওয়াজ চারটি ও নাসিম শাহ ৩টি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নিয়েছেন হ্যারিস রাউফ ও উসমা মির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।