SSC নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অন্য দফতরে নিয়োগ করা হবে। দিন কয়েকের মধ্যেই সেই নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। মমতার দাবি, সুপ্রিম কোর্ট জানিয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরিহারাদের অন্য বিভাগে নিয়োগে কোনও বাধা নেই।
এদিন মমতা বলেন, গ্রুপ সি ও গ্রুপ ডির যাদের চাকরি চলে গিয়েছে তাদের অন্য দফতরে নিয়োগ করবে রাজ্য সরকার। সেজন্য বেশ কয়েকটি দফতর নির্বাচন করা হয়েছে। চাকরিহারাদের অপশন দেওয়া হবে। সেখান থেকে তারা বেছে নিতে পারবেন। সব দফতরেই তো আমাদের লোক দরকার হয়। অনেক স্কুলে তো ঘণ্টা বাজানোর লোক নেই। ৩১ মে শিক্ষকদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা কয়েকদিনের মধ্যে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করব।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেলের সমস্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীর চাকরি চলে গিয়েছেন। সপ্তাহ কয়েক আগেই তাদের জন্য ভাতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার দুর্নীতির দায়ে চাকরিহারাদের পুনর্নিয়োগের ব্লু প্রিন্ট জানালেন মুখ্যমন্ত্রী।