আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব কটি ম্যাচই দুবাইতে খেলায় ভারতীয় দল অতিরিক্ত সুবিধা পাচ্ছে, এমন অভিযোগ উঠেছে। যদিও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ বলছেন এটা একটা ভুল ধারণা। আসলে, টিম ইন্ডিয়া এমনই একটা দল যারা ICC টুর্নামেন্ট জেতার পরিকল্পনা করে এবং তাদের পারফরম্যান্সের মাধ্যমে তা প্রমাণ করে, এমনটাই বলেছেন প্রাক্তন এই পাক অলরাউন্ডার।
দুবাইতে ভারতের ম্যাচ হওয়ায় অসন্তোষ-
হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল কারণ ভারত সরকার তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে যেতে অনুমতি দেয়নি। বেশ কয়েক দফা বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভারতের সব ম্যাচ (যদি তারা কোয়ালিফাই করে তাহলে নকআউট ম্যাচও) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে, টুর্নামেন্ট এগোতে থাকার সঙ্গে সঙ্গে ভারত যখন অন্যান্য দলকে হেলায় হারাতে থাকে তখনই ভেন্যু থেকে সুবিধার ধারণা উঠে আসে।
ভারতীয় বোর্ডের কাছে টাকা থাকায় ওরা সাফল্য পাচ্ছে
মহম্মদ হাফিজ বলেছেন, ‘বিভিন্ন বোর্ড বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দেয়। দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তানের উদাহরণ দিয়ে হাফিজ বলেছেন, তারা আর্থিকভাবে এত শক্তিশালী নয় যে আন্তর্জাতিক ম্যাচের জন্য তাদের খেলোয়াড়দের প্রচুর অর্থ দিতে পারে। তাই তাদের খেলোয়াড়দের দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে হয়।’
দঃ আফ্রিকা বোর্ডও টাকা ছাড়া কিছুই বোঝে না
হাফিজ উদাহরণ দিয়ে বলছেন, ‘২০২১ সালে আমি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম যখন তখন দেখেছিলাম তারা তাদের খেলোয়াড়দের IPL-এ পাঠিয়েছিল। তারা আর্থিকভাবে শক্তিশালী বোর্ড নয়। তাঁরা টাকা চায়। তারা পাকিস্তানের বিরুদ্ধে সি(তৃতীয় সারীর) দল দিয়ে খেলিয়েছিল। পরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনও তাদের খেলোয়াড়দের IPL-এ পাঠিয়েছিল। তারপর, যখন SA20 শুরু হল, তারা এটিকে টাকা উপার্জনের মেশিন হিসেবে ব্যবহার করতে শুরু করল। ’
পাকিস্তান শুধুই টাকা পেয়েছে
এরপরই পাকিস্তানের প্রাক্তন তারকা খোলসা করে দেন ঠিক কি কারণে পিসিবি হাইব্রিড মডেলেও প্রতিযোগিতা আয়োজনে রাজি হয়। । হাফিজ বলেছেন, পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে টাকার বাইরে আর কিছুই পায়নি। আমরা টাকা পেয়েছি, নিয়ে নিয়েছি। দঃ আফ্রিকাও টাকা পায়, নিয়ে নেয়। কিন্তু ভারতের ক্ষেত্রে তা নয়, যাদের আর্থিকভাবে শক্তিশালী বোর্ড আছে তাঁরা টুর্নামেন্ট জেতারই পরিকল্পনা করে। কারণ স্রেফ খেলায় অংশগ্রহণ করায় তাঁদের কোনও লাভ হয়না। '।
দুবাইতে ভারত কোনও সুবিধা পাচ্ছে না-
এরপরই ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধা পাওয়ার জল্পনা উড়িয়ে দেন হাফিজ। তিনি বলেন, ‘যখন কোনও বোর্ডের কাছে প্রচুর টাকা থাকে, তখন তাঁরা খেলার মানে তা ব্যয় করতে পারে। তাই ভারত এবারে কোনও বাড়তি সুবিধাই পাচ্ছে না। তাঁরা যে টাকা অর্জন করেছে সেটা তাঁদের খেলার মান থেকে। আর এখন যে সাফল্য তাঁরা পাচ্ছে, সেটাও তাঁদের খএলার মানের কারণেই ’।