বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাস, আড়াই লক্ষ টাকা নিয়ে ফেরত না দেওয়া, অন্তরঙ্গ মুহূর্তের ছবি তরুণীর প্রাক্তন স্বামীকে পাঠানো এবং সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি - এমনই একাধিক অভিযোগে এক যুবককে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃত ওই যুবক একজন পেশাদার ফোটোগ্রাফার বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশ, যে তরুণী ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তিনি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। সম্প্রতি সোশাল মিডিয়ায় অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। ক্রমে দু'জনের ঘনিষ্ঠতা বাড়ে। এমনকী তাঁরা একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেও শুরু করেন। তবে, তরুণী রাতে কোনও দিন সেই বাড়িতে থাকেননি বলে দাবি করেছেন।
তরুণীর আরও দাবি, ওই যুবক তাঁকে কথা দিয়েছিলেন যে তাঁরা বিয়ে করবেন। তাই, নির্দ্বিধায় তিনি যুবকের সঙ্গে সহবাস করেছিলেন। কিন্তু, যুবক অন্তরঙ্গ মুহূর্তগুলির ছবি ও ভিডিয়ো তৈরি করে রেখেছিলেন বলে অভিযোগ।
এদিকে, অভিযুক্ত যুবক বিবাহিত। তরুণীও ডিভোর্সি। তাঁর দাবি, ওই যুবককে ইতিমধ্যেই আড়াই লক্ষ টাকা দিয়েছেন তিনি। সেই টাকা এখনও ফেরত পাননি। তারই মধ্যে তরুণীর প্রাক্তন স্বামীকে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ওই যুবক পাঠিয়ে দেন বলে অভিযোগ। এমনকী, সেই সমস্ত ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন তিনি।
এরপরই নরেন্দ্রপুর থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তরুণী। পুলিশ হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর মোবাইল ও ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়।