আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রোটিয়াদের বিরুদ্ধে সব থেকে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার নজির গড়েছেন সূর্য। এর আগে এই নজির ছিল মহম্মদ রিজওয়ানের। পাক তারকার সেই রেকর্ড ভেঙে দেন সূর্যকুমার যাদব।
শুভব্রত মুখার্জি: দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি'ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের নয়া মিস্টার ৩৬০ ডিগ্রি হিসাবে পরিচিতি পেয়েছেন সূর্যকুমার যাদব। ভক্তরা তাঁকে আদর করে 'স্কাই' বলে ডাকেন। বাংলায় যার অর্থ আকাশ। টি-২০ ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্যান্স দিয়ে প্রতিদিন যেন সেই আকাশকেই স্পর্শ করছেন সূর্য। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। যেখানে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করার পরে তৃতীয় ম্যাচেও করেছেন শতরান। আর এই ইনিংস খেলেই তিনি এক নয়া নজির সৃষ্টি করেছেন।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খুব কম ব্যাটার ধারাবাহিক ভাবে সফল হয়েছেন। এর কারণ প্রোটিয়াদের শক্তিশালী বোলিং অ্যাটাক। আর সেই আক্রমণের বিরুদ্ধেই ধারাবাহিকভাবে রান করে নয়া নজির গড়েছেন সূর্যকুমার যাদব। তিনি পিছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানকে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রোটিয়াদের বিরুদ্ধে সব থেকে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার নজির গড়েছেন সূর্য। এর আগে এই নজির ছিল মহম্মদ রিজওয়ানের। তিনি এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার বার ৫০+ রানের ইনিংস খেলেছেন। এদিন দুরন্ত শতরান করে সূর্য এই নজির ভেঙে দিয়েছেন। তিনি এই নিয়ে পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ বা তার বেশি রান করলেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জনি বেয়ারস্টো। তিনি চার বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০+ রান করেছেন। ইনিংসের বিচারে সবাইকে পিছনে ফেলেছেন সূর্যকুমার। তিনি মাত্র ৬ ইনিংস খেলে ৫ বারেই ৫০ বা তার বেশি রান করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহম্মদ রিজওয়ানের লেগেছে ১১ ইনিংস। জনি বেয়ারস্টোর লেগেছে ১৩ ইনিংস। এদিন একেবারে খুনে মেজাজে ব্যাট করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৫৫ বলে করেন শতরান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ৮ টি ছয়ে। স্ট্রাইক রেট ছিল ১৭৮.৫৭। তাঁর ইনিংসে ভর করেই এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করে ২০১ রান।