Punjab vs Nagaland Vijay Hazare Trophy: আগুনে বোলিং, সঙ্গে মারকাটারি ব্যাটিং, বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এত কম ওভারে ম্যাচ জেতেনি আর কোনও দল।
ছক্কা হাঁকাচ্ছেন প্রভসিমরন। ফাইল ছবি- বিসিসিআই।
ওভার প্রতি প্রায় ১৯ রান সংগ্রহ করা টি-২০ ক্রিকেটেও বেনজির। ৫০ ওভারের ক্রিকেটে কোনও দল এমন কাণ্ড ঘটালে সেটিকে ব্যাটিং তাণ্ডব বলা ছাড়া উপায় নেই। চলতি বিজয় হাজারে ট্রফিতে এমনই ধ্বংসাত্মক ব্যাটিং উপহার দেয় পঞ্জাব। সেই সুবাদে তারা টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়ে ফেলে।
রবিবার নাগাল্যান্ডকে ৪.১ ওভারেই হারিয়ে দেয় পঞ্জাব। অর্থাৎ, মাত্র ২৫ বলেই ম্যাচ জেতে তারা। বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এত কম ওভারে ম্যাচ জিততে পারেনি আর কোনও দল। এর আগের রেকর্ড ছিল রেলওয়েজের নামে। তারা ২০১৪ সালে রাজস্থানের বিরুদ্ধে ৫.৩ ওভারে ম্যাচ জেতে। এবার থেকে সেই রেকর্ড লেখা থাকবে পঞ্জাবের নামে।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৪ সালে রাজস্থানকে ৩৫ রানে অল-আউট করে অতি দ্রুত রান তাড়া করে জয় তুলে নেয় রেলওয়েজ। তবে এবার পঞ্জাবকে টপকাতে হয় নাগাল্যান্ডের গড়া ৭৫ রানের ইনিংস।
বিজয় হাজারে ট্রফিতে সব থেকে কম ওভারে ম্যাচ জয়ের নজির:-
১. পঞ্জাব ২০২৩ সালে ৪.১ ওভারে হারিয়ে দেয় নাগাল্যান্ডকে।২. রেলওয়েজ ২০১৪ সালে ৫.৩ ওভারে পরাজিত করে রাজস্থানকে।৩. মুম্বই ২০১৭ সালে ৫.৪ ওভারে হারিয়ে দেয় গোয়াকে।৪. হিমাচলপ্রদেশ ২০২৩ সালে ৫.৪ ওভারে হারায় অরুণাচলপ্রদেশকে।
পঞ্জাব বনাম নাগাল্যান্ড ম্যাচের ফলাফল:-
রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নাগাল্যান্ড। তারা ২০.১ ওভারে ৭৫ রানে অল-আউট হয়ে যায়। ক্যাপ্টেন রঙ্গসেন জোনাথন ৪১ বলে ২৭ রান করে নট-আউট থাকেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১০ রান করেন ওপেনার জোশুয়া ওজুকুম। এছাড়া ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করেন কেঁসে।
পঞ্জাবের সিদ্ধার্থ কৌল ৩৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। বলতেজ সিং ২০ রানে ৩টি উইকেট নেন। ১৬ রানে ২টি উইকেট দখল করেন মায়াঙ্ক মার্কান্ডে।
জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ৪.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন প্রভসিমরন সিং। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭ বলে ২৭ রান করে নট-আউট থাকেন রমনদীপ সিং। ৪ বলে ৪ রান করে আউট হন অভিষেক শর্মা।