1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 08:01 AM ISTSubhasmita Kanji
Amitabh on India-Maldives Row: ভারত মলদ্বীপ বিতর্কে এবার মুখ খুললেন অমিতাভ বচ্চন। ভাগ করে নিলেন তাঁর আন্দামান এবং লাক্ষাদ্বীপ বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা।
মলদ্বীপ বিতর্কে মুখ খুললেন অমিতাভ
ভারতীয় দ্বীপগুলো অন্য কোনও দেশের তুলনায় কম সুন্দর নয়। সেখানেও যাওয়া উচিত। নিজের দেশের সৌন্দর্য বেশি করে উপভোগ করা উচিত। সম্প্রতি এমনটাই জানালেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। কিছুদিন আগেই মলদ্বীপের একাধিক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে কটাক্ষ করেছিলেন। তারপরই উসকে গিয়েছে বিতর্ক। মলদ্বীপের তুলনায় যে ভারতের লাক্ষাদ্বীপ কোনও অংশে কম সুন্দর নয় সেটাই এখন সকলের পোস্টে বারবার উঠে আসছে। অমিতাভ বচ্চন সদ্য ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগের শেয়ার করা একটি পোস্টে রিঅ্যাক্ট করেন এবং লেখেন, 'নিজেদের স্বনির্ভরতায় আঘাত করবেন না।'
লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিয়ে কী বললেন অমিতাভ?
এদিন বীরেন্দ্র শেওয়াগের একটি পোস্ট শেয়ার করে বিগ বি লেখেন, 'বিরু পাজি এটা ভীষণ প্রাসঙ্গিক এবং আমাদের দেশের জন্য সঠিক। আমাদের নিজেদের জিনিসই সেরা। আমি নিজে লাক্ষাদ্বীপ এবং আন্দামান গিয়েছি, আর দুটো জায়গাই দুর্দান্ত রকমের ভালো। দারুণ সুন্দর সব বিচ আছে এখানে, একই সঙ্গে জলের নিচের অভিজ্ঞতাও ব্যাপক। আমরা ভারতবাসী, আমরা আত্মনির্ভর। আমাদের আত্মনির্ভরতায় আঁচ লাগতে দেবেন না। জয় হিন্দ।'
ভারতীয় এই ক্রিকেটার এদিন দেশের একাধিক বিচের ছবি পোস্ট করে লেখেন, 'উডুপির সুন্দর বিচ হোক বা পণ্ডিচেরির প্যারাডাইস বিচ, আন্দামানের নীল এবং হ্যাভলক বিচ সহ আমাদের দেশে একাধিক দুর্দান্ত বিচ আছে। আমাদের দেশেই এখনও অদেখা বহু বিচ আছে।'