বাংলা নিউজ > বায়োস্কোপ > Anupam-Prashmita: বাউন্ডুলে ঘুড়ি ভালোবাসায় বাঁধা পড়ল অবশেষে, বিয়ে সারলেন অনুপম-প্রশ্মিতা
পরবর্তী খবর
Anupam-Prashmita: বাউন্ডুলে ঘুড়ি ভালোবাসায় বাঁধা পড়ল অবশেষে, বিয়ে সারলেন অনুপম-প্রশ্মিতা
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2024, 06:57 PM ISTSubhasmita Kanji
Anupam-Prashmita: বিয়ে করলেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। পরিবার, নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন তাঁরা।
বিয়ে সারলেন অনুপম-প্রশ্মিতা
২ মার্চ নয়, ১ মার্চ বিয়ে করলেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। তবে কথা মতোই ২ মার্চ অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ বন্ধুর।
অনুপম এবং প্রশ্মিতার বিয়ে
এবারের ফাল্গুনে বাউন্ডুলে ঘুড়ি যেন ভালোবাসায় বাঁধা পড়ল। তৃতীয়বারের জন্য বিয়ে করলেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা পাল। তাঁরও এটা দ্বিতীয় বিয়ে। ১ মার্চ দুই বাড়ির সকলের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। তবে ২ মার্চ বিকেলে হবে তাঁদের রিসেপশন। এদিনের এই অনুষ্ঠানে টলিউডের অনেকেই আসবেন। সূত্রের খবর অনুযায়ী ১ মার্চ আইনি বিয়ে করেছেন অনুপম এবং প্রশ্মিতা। তাঁর কথায়, 'রেজিস্ট্রি গতকাল হয়ে গেছে। আজ রিসেপশন হবে।'
দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে এদিন বিকেলে তাঁদের রিসেপশন হবে। সেখানে উপস্থিত থাকবেন টলিউডের এক ঝাঁক তারকা। আসবেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য। আসবেন লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা, প্রমুখ।
অনুপম এবং প্রশ্মিতা প্রসঙ্গে
অনুপম রায় অটোগ্রাফ ছবির মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন। সেই শুরু। তারপর তাঁকে আর কখনই পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একটার পর একটা হিট গান। টলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক এবং মিউজিক ডিরেক্টর তিনি। তবে পেশাগত জীবন ছাড়াও মাঝে মধ্যে ব্যক্তিগত জীবনের কারণেও তিনি চর্চায় উঠে আসেন। ২০২১ সালে তাঁর এবং পিয়া চক্রবর্তীর বিচ্ছেদ হয়। এরপর গত বছর নভেম্বরে পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। তারপর এই বছর ২ মার্চ বিয়ে করলেন অনুপম রায়। এটা তাঁর তৃতীয় বিয়ে। অন্যদিকে এটা প্রশ্মিতার দ্বিতীয় বিয়ে। তবে ঘটা করে সমস্ত রীতিনীতি মেনে তাঁরা এবার বিয়ে করেননি। বরং ঘরোয়া ভাবে আইনি বিয়ে করলেন।