জলপাইগুড়ি অঞ্চলে এবং তার আশেপাশের চা বাগান অঞ্চলে বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনুরাগ কশ্যপকে। মাঝেমধ্যেই আবার শোনা যাচ্ছিল বাঁশির মিষ্টি সুর। আসলে 'বাঁশুরি' ছবির শুটিং চলছিল। পরিচালক হরি বিশ্বনাথ-এর নির্দেশে এই ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অনুরাগ কশ্যপকে। বলাই বাহুল্য, ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন তাঁরা।
এই প্রথমবার অনুরাগের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হল ঋতুপর্ণার? এ প্রসঙ্গে 'টাইমস অফ ইন্ডিয়া'-কে টলি-নায়িকার জানিয়েছেন নিজের অভিনয় নিয়ে নাকি বেশ খুঁতখুঁতে এই বিখ্যাত পরিচালক-অভিনেতা। এমনকি শুটিংয়ের সময় ছোট ছোট বিষয় নিয়েও নাকি সতর্ক থাকেন এই বলি-ব্যক্তিত্ব। আরও জানা গেল, শুটিং ব্রেকের ফাঁকে সময় পেলেই ছবি নিয়ে দেদার আড্ডা দিয়েছেন এই দু'জন। আড্ডায় হরেকরকম বিষয় উঠে এলেও বেশীরভাগটা জুড়ে থাকত অনুরাগের পরিচালনা ও ছবি নিয়ে 'ঋতু'-র জিজ্ঞাসা। ইতিমধ্যেই জলপাইগুড়ি এবং তাঁর আশেপাশে চা বাগান অঞ্চলে এই ছবির শুটিং শেষ হয়েছে।
অনুরাগ প্রসঙ্গে এখানেই না থেমে ঋতুপর্ণা বলেন যে একজন 'মেথড' অভিনেতার যে যে গুণ থাকা প্রয়োজন তা সবটুকুই রয়েছে অনুরাগের। অথচ সময় বিশেষে 'ন্যাচারাল অ্যাক্টর'-এর তকমাও দিব্যি দেওয়া যায় 'আকিরা' ছবির অভিনেতাকে। প্রসঙ্গত, 'বাঁশুরি' ছবিতে একজন দম্পতির চরিত্রে রয়েছে এই জুটি। তাঁদের রয়েছে একটি ৯ বছরের ছোট্ট ছেলেও যে বড় হয়ে তাঁর বাবার মতো বাঁশুরিয়া হতে চায়। 'বাঁশুরি'-র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রটিতে যে ওই শিশু অভিনেতাকে দেখা যাবে জানা গেল তাও। ছবির গল্পের ব্যাপারে বেশি কিছু না বললেও অভিনেত্রীর কথা থেকেই জানা গেল এটি একটি সামাজিক ছবি তো বটেই। সঙ্গে নাকি থাকবে একটি বিশেষ বার্তাও।