বাংলা নিউজ > বায়োস্কোপ > Jeet Second Child Name: মকর সংক্রান্তিতেই ছেলের সঙ্গে আলাপ করালেন জিৎ, কী নাম রাখলেন একরত্তির?
পরবর্তী খবর
Jeet Second Child Name: মকর সংক্রান্তিতেই ছেলের সঙ্গে আলাপ করালেন জিৎ, কী নাম রাখলেন একরত্তির?
1 মিনিটে পড়ুন Updated: 15 Jan 2024, 02:29 PM ISTSubhasmita Kanji
Jeet Second Child: মকর সংক্রান্তির দিন ছেলের নাম প্রকাশ্যে আনলেন জিৎ। আগেই ছেলের ছবি প্রকাশ্যে এনেছিলেন। এবার জানালেন নাম।
মকর সংক্রান্তির দিন ছেলের নাম প্রকাশ্যে আনলেন জিৎ
আজ ১৫ জানুয়ারি। মকর সংক্রান্তি। চারদিকেই পৌষ সংক্রান্তির অনুষ্ঠান, পূণ্যস্নান চলছে। আর এ হেন দিনেই ছেলের নাম প্রকাশ্যে আনলেন অভিনেতা জিৎ। তিনি একরত্তির নাম রেখেছেন রোনাভ।
জিতের ছেলের নাম
মকর সংক্রান্তির দিন জিৎ ছেলের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর ছেলে যেদিন জন্মেছিল সেদিনের একটি ছবি। তোয়ালে মোড়ানো শিশুকে কোলে নিয়ে চুমু খাচ্ছেন বাংলার সুপারস্টার। অভিনেতার পরনে হাসপাতালের পোশাক। এই ছবিটি পোস্ট করে তিনি জানিয়েছেন ছেলের নাম। একরত্তির নাম রোনাভ।
জিতের দ্বিতীয় সন্তানের নাম রোনাভ। এই কথাটির অর্থ হল যাকে সুন্দর দেখতে। খুব সহজ বা আজকালকার ভাষায় বললে হ্যান্ডসাম। জিতের মেয়ের নাম নয়ন্যা। সে ২০১২ সালে জন্মগ্রহণ করেছে। তারপর জিৎ এবং মোহনা সংসারে ২০২৩ সালে আসে তাঁদের ছেলে।
জিতের ছেলের জন্ম এবং ছবি
পুজোর ঠিক আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন জিৎ। গত ১৬ অক্টোবর জিতের সংসারে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। মেয়ের এগারো বছর পর তাঁদের ছেলের আগমন ঘটল। সেই খবর অভিনেতা নিজেই তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন। এমনকি সন্তান আসার আগেও মোহনা অর্থাৎ অভিনেতার স্ত্রীর ম্যাটারনিটি শুটের একাধিক ছবিও পোস্ট করেছিলেন। আভাস দিয়েছিলেন সন্তান আসার। দিওয়ালির দিন দ্বিতীয় সন্তানের ছবিও প্রকাশ্যে এনেছিলেন তিনি।
জিতের দ্বিতীয় সন্তানের ছবি দেখার জন্য সকলেই মুখিয়ে ছিলেন। ১২ নভেম্বর ইনস্টাগ্রামের স্টোরিতে ছেলের ছবি পোস্ট করেছিলেন জিৎ। সেখানে একই সঙ্গে তাঁদের দীপাবলি উদযাপনের আরও একাধিক ছবিও পোস্ট করেন তিনি। জিৎ এদিন যে ছবিগুলো পোস্ট করেছিলেন তাঁর একটিতে তাঁকে সপরিবারে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। একটি ছবিতে ছেলে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে পোজ দিয়েছেন। যদিও সেই একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি অভিনেতা। তার মুখের জায়গায় ইমোজি দেওয়া ছিল।