বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana-Karan: ‘এরকম লোকাল ভিলেন চলবে না…’! করণ জোহরকে নিজের সিনেমায় সুযোগ দেওয়া নিয়ে বিস্ফোরক কঙ্গনা
পরবর্তী খবর
Kangana-Karan: ‘এরকম লোকাল ভিলেন চলবে না…’! করণ জোহরকে নিজের সিনেমায় সুযোগ দেওয়া নিয়ে বিস্ফোরক কঙ্গনা
1 মিনিটে পড়ুন Updated: 10 Jan 2025, 11:31 AM ISTSayani Rana
আর কয়েক দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাওয়াতের আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। এরকমই এক প্রচার মূলক অনুষ্ঠানে তিনি জানান, তিনি করন জোহরকে তাঁর ছবিতে কাস্ট করতে চান।
কঙ্গনা রানাওয়াত যে স্পষ্টভাষী সে তো আর বলার অপেক্ষা রাখে না। আর কয়েক দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ছবির প্রচার করতেই তিনি 'ইন্ডিয়ান আইডল ১৫'- এ মঞ্চে জাহির হয়েছিলেন। সেই সময় এক প্রতিযোগী তাঁকে পরিচালক-প্রযোজক করণ জোহর প্রসঙ্গে একটি প্রশ্ন করে। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান তিনি করণকে নিয়ে ছবি বানাতে চান।
কী ঘটেছিল?
ওই প্রতিযোগী কঙ্গনাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আমরা আপনার এবং করণ স্যারের মধ্যে অনেক বিতর্ক দেখি। কিন্তু আমার প্রশ্ন, ভবিষ্যতে তিনি যদি আপনাকে কোনও ছবি করার প্রস্তাব দেন, আপনি কি তা করবেন?’ এই প্রশ্নে কঙ্গনা বলেন, 'আমি বরং করণ স্যারকে নিয়ে সিনেমা করব। ওঁর আমার সঙ্গে একটা সিনেমা করা উচিত। আমি ওঁকে খুব ভালো একটা চরিত্র দেব। ওঁকে নিয়ে আমি খুব ভালো একটা ছবি বানাবো। সেটা কোনও ননদ বা শাশুড়ি, বৌমার চুগলিবাজির গল্প হবে না, এটা একটা ঠিকঠাক ছবি হবে। আর সেখানে করণকে একটা ভালো চরিত্র দেওয়া হবে।'
দ্য লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে, কঙ্গনাকে তাঁর আগে করা একটি মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। একসময় তিনি বলেছিলেন তিনি করণ জোহরকে তাঁর বায়োপিকে স্টেরিওটাইপিক্যাল ভিলেনের চরিত্রে দেখাবেন। কঙ্গনার সেই মন্তব্যের সূত্র ধরে অভিনেত্রী বলেন, ‘এবার তো আমার বায়োপিকে আরও বড় মাপের ভিলেন থাকবে, এরকম ছোটোখাটো ভিলেন নয়। এরকম লোকাল ভিলেন চলবে না। আমার জীবনে এখন আরও বড় ভিলেন রয়েছে!’
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন কঙ্গনা। সেখানে ‘নেপটিজমের পতাকাধারী’ এবং ‘মুভি মাফিয়া’ -সহ আরও নানা কথা বলে করণকে কটাক্ষ করেছিলেন অভিনেত্রী।
কাজের সূত্রে, কঙ্গনা তাঁর নতুন ছবি ইমার্জেন্সিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি। শিখ সম্প্রদায়কে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছিল এই ছবির বিরুদ্ধে। তারপর কয়েক মাস নানা বিতর্কের পর অবশেষে ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।