জামাই রাজা, কিউকি সাস ভি কাভি বহুতি, সুর, অনামিকা সহ বহু সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে একসময় জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী অচিন্ত কৌর। তবে আজ সময় পাল্টে গেছে অনেকটাই। কাজের খোঁজে তাই এবার সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হতে হল অভিনেত্রীকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন অচিন্ত, যেখানে তাঁকে নতুন কাজের সুযোগের সন্ধান করতে দেখা যায়। ভিডিয়োর ক্যাপশানেও তিনি লিখেছেন, ‘নতুন কাজের সন্ধানে। একজন অভিনেতার জীবন সবসময় উত্থান পতনের মধ্যে দিয়ে চলে। আমি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত। যদি আমার কাজ আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।’
আরও পড়ুন: ফের মহামারী আতঙ্কে গোটা দেশ! করোনায় আক্রান্ত শিল্পা শিরোদকর, কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিমানে নয়, দিল্লি থেকে ট্রেনে কলকাতায় আসেন শাহরুখ, ভাইরাল ৩৫ বছরের পুরনো ছবি
ভিডিয়োয় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘সবাইকে নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আমি একজন অভিনেতা এবং কন্ঠশিল্পী। বহু বছর ধরে আমি কাজ করছি। এই মুহূর্তে আমি ভারতে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নতুন কাজের সুযোগের সন্ধানে রয়েছি।’
অভিনেত্রী আরও বলেন, ‘ছোট ছোট ছবি, সিনেমা, সিরিজ, সব ধরনের ভয়েস ওয়ার্ক, সোশ্যাল মিডিয়া কোলাবারেশন সবকিছুই করতে ইচ্ছুক আমি। আপনি বা আপনার পরিচিত কেউ যদি কাস্টিং করার জন্য কাউকে খোঁজেন, তাহলে দয়া করে আমাকে জানান। আমি কাজ করতে আগ্রহী।’
সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি আমার ম্যানেজার তনুজা মেহেরা এবং আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার রেভা খারের বিবরণ ক্যাপশনে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আমার কথা শোনার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য। যদি কোনও কাজের সন্ধান থাকে তাহলে দয়া করে ওদের সঙ্গে যোগাযোগ করে নেবেন।’
অচিন্ত কৌরের এই পোস্ট দেখে অনেকেই নিনা গুপ্তার কথা স্মরণ করেছেন। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী কাজের খোঁজ করেছিলেন এবং তারপর চমৎপ্রতভাবে অভিনেত্রীর জীবন পাল্টে যায়। অভিনেত্রীর কাছে একের পর এক কাজের অফার আছে শুরু করে। এবার সেই পথেই হাঁটলেন অচিন্ত।
আরও পড়ুন: 'আমার বাকি ৯, বোনের ১০...',শ্যুটিংয়ে ফাঁকে মহাকাল দর্শনে স্বস্তিকা
আরও পড়ুন: হাঁটুর বয়সী নায়িকাকে চুমু কমল হাসানের, ‘ঠগ লাইফ’-এর ট্রেলার দেখে ক্ষুব্ধ দর্শকরা
তবে অচিন্ত প্রথম মানুষ নন, কাজের অভাবে অন্য রাস্তা বেছে নেওয়া অথবা কাজের খোঁজ করতে বহুবার দেখা গেছে বহু অভিনেতা-অভিনেত্রীকে। কিছুদিন আগেই ম্যাজিশিয়ানের বেশে আমান ভার্মাকে দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেছিলেন। একসময় জনপ্রিয়তা থাকলেও কাজ হারিয়ে এখন অনেকেই বিকল্প পথ বেছে নিচ্ছেন বা নেওয়ার চিন্তাভাবনা করছেন।