বাংলা নিউজ > বায়োস্কোপ > 'বেশি দরাদরি করলে বলে...', বলিউড তারকাদের আয় নিয়ে ইঙ্গিত নওয়াজের! কোন অভিনেতা কত করে নেন প্রতি ছবি?
পরবর্তী খবর
'বেশি দরাদরি করলে বলে...', বলিউড তারকাদের আয় নিয়ে ইঙ্গিত নওয়াজের! কোন অভিনেতা কত করে নেন প্রতি ছবি?
1 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2024, 12:45 PM ISTSubhasmita Kanji
Nawazuddin Siddiqui: বলিউডের অভিনেতারা কত টাকা আয় করেন সেটা নিয়ে জল্পনা, কল্পনার শেষ নেই। এবার এই গোটা বিষয়ে খানিকটা আভাস দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
বলিউড অভিনেতারা কত আয় করেন জানালেন নওয়াজ
বলিউডের অভিনেতারা কত টাকা আয় করেন, তাঁদের ফিজ কত এই নিয়ে মানুষের চর্চার অন্ত নেই। চলে জোর জল্পনা। এবার এই গোটা বিষয়ে একটা ধারণা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। জানালেন তিনি কখনই বেশ ফিজ নেওয়ার জন্য দরাদরি করেননি। একই সঙ্গে সমস্ত অভিনেতারা গড়ে প্রতি ছবিতে কত করে আয় করেন সেটার একটা আন্দাজ দিয়েছেন।
আনফিল্টার্ড বাই সমদিশ নামক একটি শোয়ের নতুন একটি পর্বে দেখা গিয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। সেখানেই সঞ্চালক অভিনেতাকে জিজ্ঞেস করেন বলিউড তারকাদের আয় কেমন? এই প্রশ্ন শুনে নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেন, 'ওঁরা অনেক টাকা আয় করেন।' এরপর তিনি ব্যাখ্যা করে আরও বলেন যে এক একটি ছবির জন্য এক একজন অভিনেতা প্রায় ১০ কোটি টাকা আয় করেন। কিন্তু এই আয়ের মাপকাঠি নিয়ে কি তিনি কখনও দর কষাকষি করেছেন? এই প্রশ্নে তিনি জানান যে না, তিনি খুব একটা দরাদরি করেন না তাঁর ফিজ নিয়ে। নওয়াজউদ্দিনের মতে ইন্ডাস্ট্রি অভিনেতাদের ঠিক তত টাকাই পারিশ্রমিক দেয় যতটা তাঁরা ডিজার্ভ করেন। যদি কেউ বেশি দর কষাকষি করেন তাহলে তাঁকে জিজ্ঞেস করা হয়, 'আপনি কি এই অর্থ ডিজার্ভ করেন?'
প্রসঙ্গত নওয়াজউদ্দিন আগেই জানিয়েছিলেন যে তিনি কোনও ছোট চরিত্রে অভিনয় করবেন না, সে যতই বেশি পারিশ্রমিক দেওয়ার কথা বলা হোক না কেন। এই বিষয়ে অভিনেতা জানান, 'আমি ওসব পাট চুকিয়ে দিয়েছি। এখন আপনি আমায় ২৫ কোটি দিলেও আমি কোনো ছোট চরিত্রে কাজ করব না। আমি মনে করি টাকা আর খ্যাতি আপনার কাজের বাই প্রোডাক্ট। আপনি আপনার কাজ করলে টাকা আর খ্যাতি দুটোই আপনার কাছে আসবে নিজে থেকেই। আপনি ওগুলোর পিছনে ছুটে মরলে কখনই সেগুলো পাবেন না।'