সদ্য শ্রীলঙ্কা ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী পার্নো মিত্র। প্রতিবেশী রাষ্ট্রের নীল জলে গা ডুবিয়ে একাধিক ছবি-ভিডিয়ো পোস্ট করেছেন নায়িকা। সেখানে পার্নোর বিকিনি লুক থেকে হাঁ অনেকেই। কখনও সমুদ্রের নোনা জলে নিজেকে ভিজিয়ে নিয়েছেন নায়িকা, কখনও আবার সৈকতের ধারে রোদ পোহাতে দেখা গিয়েছে তাঁকে। আরও পড়ুন-'বাংলা ছবিতে তো আমায় গ্রামের মেয়ে ছাড়া রোল দেয় না', কেন অভিমানী ‘সুজি’ পার্নো?
শ্রীলঙ্কা ট্রিপের ঢালাও ছবি-ভিডিয়ো জ্বলজ্বল করছে পার্নোর ইনস্টাগ্রামের দেওয়ালে। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সে কাটক্ষের বন্যা। পার্নোর বোল্ড লুক ঘিরে আপত্তি জানিয়েছেন কেউ, আবার কেউ লিখেছেন, কাজ না পাওয়ার জেরেই ‘নোংরামি’ করছেন নায়িকা।
শ্রীলঙ্কা ট্রিপ ঠিক কোথায় কোথায় ছিলেন নায়িকা, সেই তালিকা ইনস্টায় তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন দ্বীপরাষ্ট্রে তাঁর দুর্দান্ত অভিজ্ঞতার কথা। সেই পোস্টেও একজনের প্রশ্ন, ‘এত টাকা কোথায় পান আপনি?’ আরেকজন লেখেন ‘বিকিনি মোটেই ভারতীয় পোশাক নয়, এই অশালীন পোশাক কেন পরেন?’ অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, ‘বাপের জন্মে প্রথমবার মনে হয় কোথাও ঘুরতে গেছে, এত ছবি দিচ্ছে’। অনেকে আবার ‘বুড়ি’ বলেও ট্রোল করেছে।