পকেট পরোটা রাজু দা এবং তাঁর লড়াইয়ের গল্প অল্প দিনেই দারুণ জনপ্রিয় হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর পরোটা বিক্রি করার জন্য বলা কথা থেকে কী বিক্রি করেন তার দাম কত সব মুখস্থ নেটিজেনদের। কিছু মাস আগেই একেন বাবুর প্রচারে তাঁকে হইচইয়ের তরফে পর্দায় ধরা দিতে দেখা গিয়েছে। যদিও বিজ্ঞাপন ছিল সেটা। এবার নতুন কোন রূপে ধরা দিলেন তিনি?
আরও পড়ুন: ‘নিজের বাড়িতে নিজেই মজার পাত্র’, বাবা বকলে পাত্তা দেন না সুহানা-আরিয়ান! শাহরুখ গলায় অভিযোগের সুর?
কী ঘটেছে?
এদিন রাজু দা একটি ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে তাঁর স্ত্রীর সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। আজকাল যেমন অনেকেই জনপ্রিয় হিন্দি বা বাংলা গানের সঙ্গে রিল বানান তিনিও এদিন এমন একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তাঁর সঙ্গে দেখা গেল তাঁর স্ত্রীকে। দুজনে মিলে 'আই লাভ ইউ মাই লাভ' গানটিতে নাচ করতে দেখা যায়।
এদিন রাজু দা এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'শুভ দুপুর, নতুন কিছু করার চেষ্টা করছি।' তিনি এটি পোস্ট করতেই মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কে কী বলছেন? এক ব্যক্তি তাঁর এই নতুন রূপ দেখে মজা করে লেখেন, 'এভাবে আমার মনটা ভেঙে দিতে পারলে তুমি? কি করে পারলে?' আরেকজন লেখেন, 'হবে, হবে আরেকটু চেষ্টা কর দাদাভাই, হবে।' কেউ আবার তাঁকে পরামর্শ দিয়ে লেখেন, 'সব কাজ সবার জন্য নয় আপনার পরোটা বেচা কাজ আপনি পরোটা বিক্রি করুন। দেব বা জিত কোনটাই হওয়ার চেষ্টা করবেন না। যার যেটা কাজ। তাকে সেটাই মানায়।' কারও আবার মত, 'এরকম ভিডিয়ো বানান এতে বেশি টাকা ইনকাম হবে হয়তো। তবে হ্যাঁ যদি কোন শিক্ষামূলক ভিডিও বানান তাহলে সাপোর্ট করব।'
আরও পড়ুন: শাম্মি কাপুরের গলায় মালা দিতে চেয়েও শেষ পর্যন্ত কেন বিয়েটা হল না? কী জানালেন মুমতাজ?
প্রসঙ্গত এর আগে একেন বাবুর সময় যখন তিনি বিজ্ঞাপনে কাজ করেন তখন অনেকেই বিরক্ত হয়েছিলেন। ভেবেছিলেন তাঁর হালও বুঝি ভুবন বাদ্যকার অর্থাৎ কাঁচা বাদাম গানের স্রষ্টা বা রানু মন্ডলের মতো হবে। কেউ কেউ আবার তাঁকে সমর্থন করেছিলেন। প্রসঙ্গত শিয়ালদা চত্বরে পরোটা বিক্রি করেন রাজু দা। শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন তিনি। ২০ টাকায় দেন ৩ টে পরোটা এবং আনলিমিটেড তরকারি। ফুড ব্লগারদের হাত ধরে নানা অখ্যাত, রাস্তার ধারে চলা খাবারের দোকান জনপ্রিয় হয়েছে বিগত বেশ কিছু বছরে। তালিকাটা বেশ লম্বা। আর সেই তালিকায় আছেন রাজু দা এবং তাঁর বানানো এই পরোটাও।