প্রকাশ্যে এল ১৬ তম সপ্তাহের রিপোর্ট কার্ড। চমক দিয়ে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেল ফুলকি। এখনও হাড্ডাহাড্ডি লড়াই জারি পরিণীতা এবং জগদ্ধাত্রীর। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হেসে কে বেঙ্গল টপার হল?
আরও পড়ুন: ‘নিজের বাড়িতে নিজেই মজার পাত্র’, বাবা বকলে পাত্তা দেন না সুহানা-আরিয়ান! শাহরুখ গলায় অভিযোগের সুর?
এই সপ্তাহের টিআরপি লিস্ট
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী। হ্যাঁ, প্রায় তিন বছর পূর্ণ করার মুখে দাঁড়িয়ে এখনও বহাল জ্যাস সান্যালের ম্যাজিক। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৭.১ নম্বর। দ্বিতীয় স্থান ধরে রেখেছে পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। তবে তৃতীয় স্থানে নেমে গিয়েছে ফুলকি। এর প্রাপ্ত নম্বর ৬.৫। অর্থাৎ প্রথম তিনটি স্থান জি বাংলার দখলেই।
চতুর্থ নম্বরে রয়েছে পরশুরাম আজকের নায়ক। ইন্দ্রজিৎ বসুর এই ধারাবাহিক পেয়েছে ৬.২ নম্বর। পঞ্চমে রয়েছে রাঙামতী তীরন্দাজ। রাঙামতীর প্রাপ্ত নম্বর ৬.০।
এক ঝলকে দেখুন সেরা ১০ এ রয়েছে কোন কোন মেগা:
প্রথম: জগদ্ধাত্রী (৭.১)
দ্বিতীয়: পরিণীতা (৬.৬)
তৃতীয়: ফুলকি (৬.৫)
চতুর্থ: পরশুরাম আজকের নায়ক (৬.২)
পঞ্চম: রাঙামতী তীরন্দাজ (৬.০)
ষষ্ঠ: গৃহপ্রবেশ (৫.৬)
সপ্তম: কথা (৫.৫)
অষ্টম: চিরসখা / চিরদিনই তুমি যে আমার (৫.৪)
নবম: গীতা এলএলবি (৫.০)
দশম: কোন গোপনে মন ভেসেছে (৪.৮)
আরও পড়ুন: বুলেট সরোজিনীতে এন্ট্রি নিচ্ছেন অধিরাজ! ইতিবাচক নাকি খলনায়কের চরিত্রে ধরা দেবেন কামব্যাক করে?
অনুরাগের ছোঁয়া এবং রোশনাই ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট মিলিয়ে পেয়েছে ৪.৮ নম্বর। মিত্তির বাড়ির প্রাপ্ত নম্বর মাত্র ৪.০। তুই যে আমার হিরো পেয়েছে ৩.৩, আর তেঁতুলপাতা ২.৬। রোশনাই ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং শুভ বিবাহ মিলিয়ে পেয়েছে ৩.১। দুগ্গামণি ও বাঘমামা এবং মিঠিঝোরা যথাক্রমে পেয়েছে ৩.০ এবং ২.২। নম্বর। আনন্দী এবং দুই শালিকের প্রাপ্ত নম্বর ২.৩ এবং ২.১।
নন ফিকশনে কে কত পেল?
দিদি নম্বর ওয়ান সানডে স্পেশ্যাল পর্ব পেয়েছে ৫.৬। ড্যান্স বাংলা ড্যান্সের প্রাপ্ত নম্বর ৩.৭। দিদি নম্বর ওয়ান বাকি গোটা সপ্তাহ জুড়ে পেয়েছে ১.৩ এবং ১.৯ নম্বর।