বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। দুজনকে একসঙ্গে দেখে বার বারই মুগ্ধ হন ভক্তরা। গতকাল রাতে দুজনে একসঙ্গে ‘রামায়ণ’ প্রযোজক নমিত মালহোত্রার বার্থ ডে পার্টিতে এসেছিলেন। অন্য মুডে ধরা দিলেন রালিয়া। এ নিজের নতুন গাড়ি ড্রাইভ করে পার্টিতে এসেছিলেন রণবীর। পাশে সিটে বসেছিলেন অভিনেত্রী স্ত্রী আলিয়া।
রণবীর কাপুরের নতুন গাড়ি
সদ্য নতুন গাড়ি কিনেছেন রণবীর কাপুর। দাম ৮ কোটি। সেই গাড়িতে করে এবার স্ত্রীকে নিয়ে নিজে লং ড্রাইভে বেরিয়ে পড়লেন কাপুর পুত্র। নিজে হাতে ধরে স্টিয়ারিং, পাশে বসে আলিয়া। রণবীর কাপুরের গাড়ির প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। ‘সাওয়ারিয়া’ খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। কিছুদিন আগে বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি কিনেছেন তিনি।
আরও পড়ুন: ওয়েট স্কোয়াড দেখে অবাক! ‘গো দিদি’, ৫২-র সুনয়নার ফিটনেস দেখে আর কী বললেন হৃতিক
আরও পড়ুন: এক মাস আগে ছেলের জন্ম দেন, কেন এত দিন অন্তঃসত্ত্বা হওয়ার খবর লুকিয়ে রাখেন, মুখ খুললে আরতি
সম্প্রতি ৮ কোটি টাকার বিলাসবহুল বেন্টলে গাড়ি কিনেছেন রণবীর। গাড়িতে বসার আগে পাপারাজ্জিদের ছবি তোলার জন্য পোজ দেন রণবীর। এ দিন কালো শার্ট পরেছিলেন অভিনেতা। আলিয়া পরেছিলেন গোলাপি এবং পিচ রঙের আউটফিট।
শনিবার রাতে সদ্য বিবাহিত জ্যাকি ভগনানি এবং রাকুল প্রীত সিংয়ের বাড়িতে গিয়েছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। জ্যাকি ও রাকুলের অ্যাপার্টমেন্টের বাইরে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকেও দেখা গিয়েছে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে। পার্টিতে ঘনিষ্ঠ বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন জ্যাকি ও রাকুল। এরপরই রালিয়া জুটিকে দেখা গিয়েছে ‘রামায়ণ’ প্রযোজক নমিত মালহোত্রার বার্থ ডে পার্টিতে প্রবেশ করতে।
আরও পড়ুন: বিয়ের দু'মাস আগে মন ভাঙে! প্রাক্তন বাগদত্তার হাতে প্রতারণার শিকার হয়েছিলেন, মুখ খুললেন সানি
রণবীর কাপুরের গাড়ির কালেকশন
রণবীরের গ্যারেজে রয়েছে একাধিক গাড়ির কালেকশন। Siasat.com-এর সেপ্টেম্বর ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, রণবীরের একটা ল্যান্ড রোভার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি (দাম ৩.২৭ কোটি টাকা) রয়েছে। একটা Audi A8 L (দাম ১.৭১ কোটি টাকা) একটা Mercedes-AMG G 63 ( দাম ২.২৮ কোটি টাকা) রয়েছে, একটি Audi R8 (দাম ২.৭২ কোটি টাকা)। রণবীরকে গত বছরই নতুন রেঞ্জ রোভার কিনেছিলেন যাতে চড়ে স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে দেখা করতে যেতেও দেখা গিয়েছিল রণবীরকে।