ঋতাভরী এখন কখনও কলকাতায় থাকেন তো কখনও মুম্বইয়ে। দুই শহরেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করছেন। কলকাতার বাড়ির ছবির পর এবার মুম্বইয়ের বাড়ির ঝলক প্রকাশ্যে আনলেন একই সঙ্গে একটা বড় আপডেট দিলেন জিতের প্রসঙ্গে। কী জানালেন?
আরও পড়ুন: কবিতা-ছবিতে ভর্তি হাতে বানানো কার্ড পেলেন সোহিনী! শোভন নয়, কার থেকে পেলেন এই 'দামী উপহার'?
কী ঘটেছে?
খাকি ২: দ্য বেঙ্গল চ্যাপ্টারের হাত ধরে বলিউডে পা রেখেছেন জিৎ। আর সেই প্রজেক্টের পর কি তিনি এবার পাকাপাকি ভাবে বলিউডের বাসিন্দা হলেন? ভাবছেন কী জানালেন ঋতাভরী চক্রবর্তী? এদিন ঋতাভরী একটি পোস্ট শেয়ার করেন, সেখানেই তাঁর এবং সুমিত আরোরার সঙ্গে জিৎকে দেখা গিয়েছে। আর এই ছবি শেয়ার করে অভিনেত্রী জানান জিৎ এখন তাঁর পড়শি। লেখেন, 'আমার খুব কাছের বন্ধু এবং পছন্দের মানুষ জিৎ দা আমার পড়শি এখন।'
আরও পড়ুন: সন্তান আসার আর কিছু সময়ের অপেক্ষা, মা হওয়ার আগেই ফের মিশকা হয়ে অনুরাগের ছোঁয়ায় ফিরছেন অহনা?
একই সঙ্গে এদিন ঋতাভরী চক্রবর্তী তাঁর মুম্বইয়ের বাড়ির একগুচ্ছ ছবি শেয়ার করেন। দেখান কীভাবে সাজিয়েছেন তিনি তাঁর সেই বাড়িকে। তবে সবের মধ্যে নজর কাড়ে একটি কফি কাপ, যেখানে লেখা, 'আমার প্রেমিকা কফির থেকেও হট।' এই ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'আমার দ্বিতীয় বাড়ি থেকে পোস্ট কার্ড। মুম্বই। ইউনিভার্স মিষ্টি ভাবে ষড়যন্ত্র করে কখনও কখনও। ৩ টি শহরে বাস করা সত্যিই একটি কঠিন কাজ। আমি আমার মতো করে সেটা করে যাব।'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
প্রসঙ্গত ঋতাভরী চক্রবর্তীকে দর্শকরা শেষবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি বহুরূপীতে দেখেছেন। ২০২৪ সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল সেই ছবি। অন্যদিকে জিৎকে শেষবার দেখা গিয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজে। আর বাংলায় গত বছর মুক্তি পেয়েছিল তাঁর সায়েন্স ফিকশন ছবি বুমেরাং।
আরও পড়ুন: রেইড ২-র দাপটে কাবু কেশরী চ্যাপ্টার ২! ৫ দিনেই ৮০ কোটির দোরগোড়ায় অজয়ের ছবি, কী হাল অক্ষয়ের?