ছবির জন্য রোহিত রায়কে অনেকটা ওজন কমাতে হয়েছিল। আর সেই কারণে তাঁর শারীরিক ও মানসিক অবস্থাও বেশ খারাপ হয়েছিল। এবার সেই সবটা নিয়েই মুখ খুললেন রোহিত।
‘হলিউডে অনেকে মারাও গেছে এই ডায়েটে’, ২৫ দিনে ১৬ কেজি ওজন ঝরাতে যা করেন রোহিত
২০০৭ সালের ছবি 'শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা'- এ শ্যুটিংয়ের আগে কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন অভিনেতা রোহিত রায়? সম্প্রতি সেই বিষয়ে নানা কথা ভাগ করে নিয়েছে অভিনেতা। এই ছবির জন্য তাঁকে অনেকটা ওজন কমাতে হয়েছিল। আর সেই কারণে তাঁর শারীরিক ও মানসিক অবস্থাও বেশ খারাপ হয়েছিল। এবার সেই সবটা নিয়েই মুখ খুললেন রোহিত।
সাইরাস ব্রোচা নামে ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, রোহিত জানান যে তিনি শুধুমাত্র ওয়াটার ডায়েট করেছিলেন। যার ফলস্বরূপ তিনি মাত্র ২৫ দিনের মধ্যে ১৬ কেজি ওজন কমিয়েছিলেন। তবে এই ডায়েট যে তাঁর জন্য খুবই বিপজ্জনক ছিল সে কথাও তিনি বলেন। তাঁর মতে, ‘এই ভাবে ডায়েট করা আমার জন্য নিতান্তই বোকামি ছিল।’ এই ডায়েট করে তাঁর ওজন কমলেও তিনি শারীরিক ভাবে এতখানি বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কখনও ওজন কমানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন না।
রোহিতের কথায়, 'ওই চরিত্রটাকে শারীরিক ভাবে দুর্বল দেখাতে হতো, তাই অনেকটা ওজন কমানোর প্রয়োজন ছিল। তাই আমি কেবল ওয়াটার ডায়েটের উপরে ছিলাম। কিন্তু এটা যে এত ভয়ঙ্কর হয়ে ধরা দেবে তার বুঝতে পারিনি। আমি মাত্র ২৫ থেকে ২৬ দিনের মধ্যে ১৬ কেজি ওজন কমিয়েছিলাম।'
কিন্তু শুধু জল খেয়ে ওজন কমানো, তার ফলে অভিনেতাকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়? সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'এটা শরীরের সব অঙ্গ- প্রত্যঙ্গের জন্য বিপজ্জনক। আমি সত্যি তখন ভীষণ বোকামি করেছিলাম। পড়ে আমি হলিউডের অভিনেতাদের গল্প শুনি। সেখানেও অনেকে এই ধরনের ডায়েট করেন। কিন্তু এর ফলে কেউ কেউ মারাও গেছেন।'
ওজন কমে যাওয়া ফলে তাঁকে যে সব মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'এই ধরনের ডায়েট থেকে বেরিয়ে আসাটাও খুব কঠিন। কারণ ওজন কমানোর পর সকলেই প্রায় চান ওই চেহারা ধরে রাখতে। আসলে অনেকটা পরিশ্রম করে, তবে তো ওজন ঝরানো রায়। কিন্তু কেউই চিরকাল সেই চেহারা ধরে রাখতে পারেন না।'