কয়েক বছর আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন সাথ নিভানা সাথিয়া খ্যাত অভিনেত্রী। জানিয়েছিলেন অনুরাগ কাশ্যপ নাকি তাঁকে ধর্ষণ করেছেন। তিনি অভিযোগও জানিয়েছিলেন পুলিশের কাছে। কিন্তু সেই কেসের কোনও অগ্রগতি হয়নি। এবার এই বিষয়ে ফের মুখ খুললেন তিনি। শুধু তাই নয়, আল্টিমেটাম দিলেন সোজা। জানালেন এবার পদক্ষেপ না নিলে তিনি আত্মহত্যা করবেন।
অনুরাগ কাশ্যপকে নিয়ে কী বললেন অভিনেত্রী?
এদিন টুইট করে অভিনেত্রী সরাসরি আত্মহননের হুমকি দেন। জানিয়ে দেন তিনি যে ধর্ষণের অভিযোগ করেছিলেন অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সেটার কোনও ন্যায় বিচার পাননি তিনি। একই সঙ্গে এই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন।
আরও পড়ুন: ভুল জায়গায় গিয়ে লম্ফঝম্প! নিজের পোলিং বুথের বদলে অন্য জায়গায় গিয়ে চিৎকার গওহরের, তারপর...?
এক্সে করা এই পোস্টে অভিনেত্রী লেখেন, 'প্রায় দুই বছর হয়ে গেল যখন মুম্বই পুলিশকে আমি আমার ধর্ষণের সঠিক দিন জানিয়েছিলাম। কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আমার দিন দিন মনের অবস্থা আরও খারাপ হচ্ছে। আমি ঘুমের ওষুধ আর দুশ্চিন্তার ওষুধ খেতে খেতে ক্লান্ত। যদি আজকের মধ্যে কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে পরিণাম দেখবেন প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার।'
আরও পড়ুন: তৃণমূলের হয়ে লড়ছেন, অথচ বছর দেড়েক আগে বিজেপিতেই যোগ দিতে চেয়েছিলেন রচনা! দাবি লকেটের
আরও পড়ুন: 'বিজেপির কালচার...' প্রথম ভোট - পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভাবে?
তিনি আত্মহত্যার হুমকি দিয়ে লেখেন, 'অনেক দিন হয়ে গেল। আমি রোহ রোজ একটু একটু করে মারা যাচ্ছি। রোজ মরার থেকে একদিনে একবারে মরে যাওয়া ভালো যদি আপনারা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেন। এখন তো অনুরাগ কাশ্যপ আপনাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিয়েছেন আমি ওঁর বিরুদ্ধে ধর্ষণের কেস ফাইল করার পর। তাই আমি আর আপনাদের মনে রাখার বিষয় নই।'