ভারতের পরিচ্ছন্ন শহর কোনটি? এই প্রশ্নের উত্তর জানার ইচ্ছা থাকে অনেকেরই। উত্তরটা হল ইন্দোর। স্বচ্ছতার নিরিখে সবাইকে পিছনে ফেলে দিয়েছে ইন্দোর। তবে একবার নয়, একেবারে পরপর সাত বছর ইন্দোর দেশের পরিচ্ছন্ন শহরের তকমা জিতে নিল।
আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রকের তরফে গত ১৮ জানুয়ারি সুপার স্বচ্ছ লিগের আয়োজন করা হয়েছিল।
এই সুপার স্বচ্ছ লিগে দেখা হয়েছিল যে সমস্ত শহরগুলি গত তিন বছরে অর্থাৎ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তাদের ক্যাটাগরিতে অন্তত দুবার প্রথম তিনটির মধ্য়ে ছিল তাদের দেখা হয়। এর আগে ১২টি শহর এই লিগে কোয়ালিফাই করেছিল। এটা আসলে স্বচ্ছ ভারত মিশনেরই একটা অংশ। মূল লক্ষ্য হল ভারতকে আরও স্বচ্ছ আরও সুন্দর করে গড়ে তোলা।
কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল লিগের ভূমিকার কথা মনে করিয়ে দিয়েছেন। প্রতিযোগিতার একটা মনোভাব রাখার ব্যাপারে বলা হয়েছে। জনসংখ্য়ার উপর ভিত্তি করে এই ক্যাটাগরি ঠিক করা হয়েছিল। অন্তত পাঁচটি বিভাগ করা হয়েছিল।
খুব ছোট( ২০,০০০ এর নীচে)
ছোট( ২০,০০০-৫০০০০)
মাঝারি( ৫০,০০০ থেকে তিন লাখ)