শুভব্রত মুখার্জি
চলতি কমনওয়েলথ গেমসের ৩০ তম পদক ভারত জিতে নিল কুস্তি থেকে। ৫০ কেজি মহিলাদের ফ্রিস্টাইল বিভাগে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন পূজা গেহলট। নবম দিনে রবি দাহিয়ার সোনা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। কুস্তি থেকে আরও পদকের আশা করছে ভারত। ভারোত্তোলনের পর এ বার কুস্তি থেকে পদকের বৃষ্টির আশায় ভারতও।
শনিবাসরীয় ম্যাচে ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য ভারতীয় কুস্তিগীর পূজা গেহলট মুখোমুখি হয়েছিলেন স্কটল্যান্ডের প্রতিপক্ষের। স্কটল্যান্ডের ক্রিসটাইন লেমোফ্যাক লেচিডজিওর বিরুদ্ধে এ দিন তিনি ব্রোঞ্জ পদকের ম্যাচের লড়াইতে জিতে ভারতের হয়ে পদক নিশ্চিত করেন। ম্যাচে কার্যত একপেশে লড়াই হয়। পূজার সামনে দাঁড়াতেই পারেননি স্কটিশ প্রতিপক্ষ। কোন প্রতিরোধ তিনি গড়ে তুলতে পারেননি।
আরও পড়ুন: TT-র ফাইনালে শরথ-সাথিয়ান জুটি, পুরোপুরি ফ্লপ গত বারের তারকা মনিকা
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।