ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। বিরতির ঠিক আগে রিম্পার গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ৪৫+১ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন রিম্পা হালদার। এক গোলে এগিয়ে যায় লাল হলুদ। পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি সাদা কালোর মেয়েরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়িয়ে তোলে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬০ মিনিটে ২-০ করেন রিম্পা হালদার। দ্বিতীয়ার্ধে দাপট ছিল লাল হলুদেরই। ম্যাচের ৭৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোলটি করেন মৌসুমী মুর্মু। ৭৪ মিনিটের মাথায় লাল হলুদ শিবিরের হয়ে তৃতীয় গোলটি মৌসুমী মুর্মুর। মৌসুমীর গোলের পরে ম্যাচের স্কোর লাইন ছিল ৩-০।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।