বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal vs Mohun Bagan derby: ‘খেলা হবে’ দিনে কলকাতা ডার্বিতে ‘না’ পুলিশের, পিছোবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ
পরবর্তী খবর
East Bengal vs Mohun Bagan derby: ‘খেলা হবে’ দিনে কলকাতা ডার্বিতে ‘না’ পুলিশের, পিছোবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ
1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2024, 02:45 PM ISTAyan Das
আগামী ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। আর সেদিনই আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মহারণ। কলকাতা ডার্বি আছে। কিন্তু সেদিন পর্যাপ্ত সুরক্ষা দিতে পারবে না বলে জানাল বিধাননগর পুলিশ কমিশনারেট।
আইন-শৃ্ঙ্খলাজনিত কারণে আগামী ১০ মার্চ কলকাতা ডার্বিতে পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা যাবে না। সেই পরিস্থিতিতে ডার্বি ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এমনই জানানো হয়েছে বলে সূত্রের খবর। ওই মহলের দাবি, বিধাননগর পুলিশের তরফে ইস্টবেঙ্গল কর্তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আইন-শৃঙ্খলাজনিত কারণে ১০ মার্চ কলকাতা ডার্বিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা যাবে। তাই ১০ মার্চের পরিবর্তে অন্য কোনওদিন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের ডার্বি আয়োজন করা হোক। যদিও বিষয়টি নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) কর্তৃপক্ষ এবং ইস্টবেঙ্গলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
পুলিশের তরফে আইন-শৃ্ঙ্খলাজনিত কারণ হিসেবে যে বিষয়টিকে দেখানো হচ্ছে, তা আদতে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে রাজ্যের শাসক দল। যেদিন আইএসএলের ফিরতি ডার্বি যে হবে, সেটা জানুয়ারিতেই ঘোষণা করে দিয়েছিল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। কিন্তু শেষপর্যন্ত তৃণমূলের ব্রিগেড সমাবেশকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য। আর সেই ঘটনাপ্রকৃতি দেখে ওই বক্তব্য, যে দল ‘খেলা হবে’-র স্লোগান তোলে, সেই দলের সমাবেশের জন্য নির্দিষ্ট দিনে ‘খেলা’ আয়োজন করার ছাড়পত্র দিচ্ছে না পুলিশ।
সূত্রের খবর, একদিন এগিয়ে এনে ৯ মার্চ কলকাতা ডার্বি আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল (এবারের কলকাতা ডার্বি হল ইস্টবেঙ্গলের হোমম্যাচ)। কিন্তু সেই প্রস্তাবও খারিজ দিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। আইন-শৃ্ঙ্খলাজনিত কারণেই সেদিনও ডার্বিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা যাবে না বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে যে ১১ মার্চ যদি ডার্বি আয়োজন করা হয়, তাহলে কোনও সমস্যা নেই। সেক্ষেত্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা যাবে বলে জানানো হয়েছে।
যদিও সোমবার আদৌও ডার্বি আয়োজন করতে এফএসডিএল রাজি হবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। কারণ কলকাতা ডার্বির ক্ষেত্রে সম্প্রচারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই সাধারণত শনিবার বা রবিবার এরকম বড় ম্যাচ আয়োজন করা হয়। সোমবার যদি ডার্বির আয়োজন করা হয়, তাহলে নিশ্চিতভাবে সম্প্রচারের নম্বর পড়বে। যেটা কোনওদিনও চাইবে না এফএসডিএল বা সরকারি সম্প্রচারকারী স্বত্ব।
তাহলে কি ভুবনেশ্বরে ডার্বি সরিয়ে নিয়ে যাওয়া হবে?
সংশ্লিষ্ট মহলের মতে, সম্ভবত সেই কাজটা করবে না এফএসডিএল। কারণ কলকাতা থেকে ভুবনেশ্বরে ডার্বি সরে গেলে দর্শকের সংখ্যা একধাক্কায় কমে যাবে। সেটা কখনও চাইবে না এফএসডিএল। সেক্ষেত্রে পরবর্তী কোনওদিনে কলকাতা ডার্বির আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।