বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Nations League: জোসেলুর শেষ মুহূর্তের গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন
পরবর্তী খবর
UEFA Nations League: জোসেলুর শেষ মুহূর্তের গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন
1 মিনিটে পড়ুন Updated: 16 Jun 2023, 02:50 PM ISTTania Roy
৮৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল দুই দল। ৮৪ মিনিটে আলভারো মোরাতার বদলি হয়ে মাঠে নেমেছিলেন জোসেলু। ৪ মিনিট পরই রড্রির শট ইতালির এক খেলোয়াড়ের পায়ে লাগায় বলটা সুবিধাজনক জায়গায় পেয়ে যান রিয়াল মাদ্রিদে খেলা জোসেলু। গোল করতে তিনি কোনও ভুল করেননি।
ইতালিকে হারিয়ে উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেন।
শুরুতে এগিয়ে গিয়েও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্পেন। সুযোগ পেয়ে ম্যাচেও ফেরে ইতালি। এর পরও অবশ্য শেষ রক্ষা হয়নি। শেষ দিকে ফের জালে বল জড়িয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
উয়েফা নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। বিশ্ব ফুুটবলের দুই শক্তিধর দেশ স্পেন এবং ইতালি একে অপরের বিরুদ্ধে শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালিয়ে গেল। তবে শেষ হাসি হাসল স্পেনই। আজুরিদের ২-১ গোলে হারাল তারা। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে উয়েফা নেশনস লিগের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ইউরো চ্যাম্পিয়নরা। খেতাবি লড়াইয়ে তারা মুখোমুখি হবে স্পেন।
৮৭ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল দুই দল। ৮৪ মিনিটে আলভারো মোরাতার বদলি হয়ে মাঠে নেমেছিলেন জোসেলু। ৪ মিনিট পরই রড্রির শট ইতালির এক খেলোয়াড়ের পায়ে লাগায় বলটা সুবিধাজনক জায়গায় পেয়ে যান রিয়াল মাদ্রিদে খেলা জোসেলু। গোল করতে তিনি কোনও ভুল করেননি।
ম্যাচের শুরুতেই গোলে পেয়ে যায় স্পেন। মাত্র তিন মিনিটের মাথায় তরুণ স্প্যানিশ উইঙ্গার ইয়েরেমি পিনো এগিয়ে দেন স্পেনকে। অধিনায়ক লিওনার্দো বোনুচ্চির ভুলের সুযোগ নিয়ে পিনো গোল করতে কোনও ভুল করেননি। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার নাগালের বাইরে ছিল পিনোর শট। কিন্তু লড়াইয়ে ফিরতেও বেশি সময় লাগায়নি ইতালি। ৮ মিনিটের মাথায় গোলশোধ করে দেয় আজুরিরা।
ইতালির হয়ে স্ট্রাইকার সিরো ইম্মোবিলে পেনাল্টি থেকে গোল করেন। স্পেনের হয়ে অভিষেক হয়ে রবিন লে নরম্যান্ড নিজেদের বক্সে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইতালি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন চিরো ইম্মোবিলে।
এর পরেও প্রথমার্ধে স্পেন একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ইতালিও অবশ্য বেশ কয়েকটি ভাল আক্রমণ গড়ে তোলে। তবে দুই দলের কেউই আর গোল করতে না পারায় প্রথমার্ধ শেষে ম্যাচ ১-১ স্কোরলাইনে ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।