বাংলা নিউজ > বিষয় > Pariksha pe charcha
Pariksha pe charcha
সেরা খবর
সেরা ভিডিয়ো

'অনলাইন পড়ার সময় কি সত্যিই রিডিং হয়, না রিল দেখা হয়?' ঠিক এই প্রশ্ন করে পড়ুয়াদের সঙ্গে মজার ছলে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের গম্ভীরভাব মুহূর্তে কেটে যায়। পড়ুয়ারাও হেসে ওঠে! উল্লেখ্য, 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী এদিন কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানেই অনলাইনে পড়াশোনা আর অফলাইনে পড়াশোনার ফারাক নিয়ে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, 'মাধ্যম সমস্যা নয়, মন সমস্যা'।