যুদ্ধের আবহে কালোবাজারি ঠেকাতে বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই আজ শনিবার বর্ধমানের একাধিক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ করে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। পাকিস্তানও তলে তলে পাল্টা হামলা করার ছক কষছে। সুতরাং যুদ্ধ লেগে যেতে পারে। আর তার ফলে দাম বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। লাগামছাড়া দামের জেরে নাভিশ🎶্বাস উঠতে পারে মধ্যবিত্ত থেকে নিম্নমধ্য়বিত্ত শ্রেণি মানুষজনের। কারণ এই মওকায় একশ্রেণির অসাধু ব্য়বসায়ীরা কৃত্রিম অভাব তৈরি করে অতিরিক্ত টাক🐲াকড়ি লাভ করতে চেষ্টা করবে।
এই পরিস্থিতির দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সকে নামতে নির্দেশ দিয়েছিলেন। শুধু শহরে ঘুরলে হবে না গ্রামীণ বাজারেও হানা দিয়ে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য। মুখ্যমন্ত্রীর এই কথার পরই বর্ধমানের বাজারে টাস্ক ফোর্সকে দেখা গেল। আলু, পটল, 🌸পেয়াঁজ, ঢেঁড়স, বেগুনের দাম একটু বেড়েছে। মাছের দাম অনেকটা বেড়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাই সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে হানা দিল টাস্ক ফোর্স। সব দোকানে হাজির হয়ে দাম জেনে নিলেন তাঁরা। শাক–সবজি–মাছের দাম বেড়ে যাওয়া নিয়ে ক্ষোভ উ🌠গরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আলু, পেঁয়াজের দাম যেন আর না বাড়ে।’
আরও পড়ুন: হলদিয়া সফরে এসেছেন কোস্ট গার্ড প্রধান, অপারেশনাল প্রস্তুতি পরিদর্শন করলেন, কেন?
সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে জেলার বাজারে টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ঘুরে বেড়াচ্ছেন এখন। সবজির গুণমান এবং দাম যাচাই করেন তাঁরা। কোনও ব্যবসায়ী যদি ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নেন, তাহলে প্রশাসন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন অফিসাররা। ওজন মাপার যন্ত্র বা দাঁড়িপাল্লায় দোকানদাররা কোনওরকম কারচুপি করছেন কিনা সেটাও খতিয়ে দেখেন। বাজারের থেকে কম দামে সুফল বাংলা দিচ্ছে সবজি। কিন্তু তা বলে বাজারেও অতিরিক্ত দাম নেওয়া হবে কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের বর্তমান পরিস্থিতি🍌তে কেউ যেন কালোবাজারি না করেন সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। তারপরই হানা।
বেশি টাকার লোভে যাতে সীমান্ত পেরিয়ে সবজি না যেতে পারে সেটাও লক্ষ্য রেখেছেন টাস্ক ফোর্সের অফিসাররা। দেশের এই গৌরবের মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী যুদ্ধের জিগির তুলে অত্যাবশ্যকীয় নানা পণ্য, খাদ্যসামগ্রীর দাম বাড়িয়ে মোটা মুনাফা করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই সেদিকে খেয়াল রাখতে আজ, শনিবার বর্ধমানের একের পর এক বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স। এই টিমের সঙ্গে ছিলেন সমষ্ﷺটি উন্নয়ন অধিকারি, রাজ্য কৃষি দফতর এবং পুলিশ।