শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তিনি যা করছেন, তা আগামিদিনে উদাহরণ হয়ে থাকবে। এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মౠমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (বিজিবিএস) প্রথম দিনের পরে মুখ্যমন্ত্রী দাবি করেন, সাতটি সংস্করণে ১৯ লাখ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। ইতিমধ্যে ১৩ লাখ কোটি টাকার কাজ হয়ে গিয়েছে। বাꦑকি ছয় লাখ কোটি টাকার কাজ চলছে। সবসময় নেতিবাচক না হয়ে রাজ্যের গর্বে গর্বিত হওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘মা লক্ষ্মী আসুক ঘরে, বাণিজ্যে বসত লক্ষ্মী, যত শিল্প আসবে, তত চাকরি হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘যা করে গেলাম, আর যা করে যাচ্ছি’, সেটা একদিন উদাহরণ হয়ে থাকবে।
জাপানে যেতে বারবার আমন্ত্রণ জানানো হয়েছে, দাবি মমতার
তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানান, জাপান থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানে যাওয়ার আমন্ত্রণ জানꦍানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, 'জাপান তো🍸 বারবার আমায় বলেছে যে আমরা এখানে অনেক বিনিয়োগ করছি। আপনি প্লিজ আসুন। আমি বলেছি যে ঠিক আছে, আমি সময় দেখে নিয়ে বলব। কারণ আমাদের এখানেও তো (কাজের চাপ আছে)।
'একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না', বললেন মমতা
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের এখানে ১৩ মাসে ১৫ পার্বণ। ১৩ মাসে এখন ১০০ পার্বণ হয়ে গিয়েছে। সবকিছুত൩েই থাকতে হয়। একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না। কখনও উৎসব, কখনও সাইক্লোন - সবকিছুতেই পাহারাদারের মতো থাকতে হয়। একবার লন্ডন গিয়েছিলা🍷ম। বৃষ্টি হল। পালিয়ে এলাম। অনেক আমন্ত্রণ আসে। সব আমন্ত্রণ তো রক্ষা করতে পারি না। বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত বলে মনে করি।’
বিজিবিএসের প্রথম দিনে কোন সংস্থা কত লগ্নির প্রস্তাব দিল?
১) রিলায়েন্স ই🌊ন্ডাস্ট্রিজ: ২০৩০ সালের মধ্যে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে, জানিয়েছেন মুকেশ ꦆআম্বানি।
২) জিন্দল গোষ্ঠী: ৩২,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি 💟দেওয়া হয়েছে।
৩) অম্বুজা নেওয়াটিয়া গ্রুপ: আগামী কয়𒁃েক বছরে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়💃েছে।
৪) আরপিএসজি গ্রুপ: ১০,০০০ কোটি টাকার�� লগ্ন🐎ির কাজ চলছে।
৫) আইটিসি: গত তিন-চার বছরে ৭,৫০০ কোটি টাকার লগ্নি কর🔥া হয়েছে।😼
৬) ইমামি গ্রুপ♎: আগামী কয়েক বছরে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি🦩 দেওয়া হয়েছে।